E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বিএনপির নেতৃত্ব খালেদাকে মাইনাস করে ফেলেছে: তাপস

২০২৩ সেপ্টেম্বর ২০ ১৭:৫২:০২
বিএনপির নেতৃত্ব খালেদাকে মাইনাস করে ফেলেছে: তাপস

স্টাফ রিপোর্টার : বিএনপির বর্তমান নেতৃত্ব দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মাইনাস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ‘২ নম্বর ওয়ার্ডস্থ উন্নয়ন উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ তাপস বলেন, ২০১৮ সালের নির্বাচনে তারা (বিএনপি) এসেছিল। তখন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কথা বলে নাই। তখন খালেদা জিয়ার মুক্তির কথাও বলে নাই। এখন নির্দলীয় সরকারের কথা বললেও খালেদার মুক্তির কথা তারা বলে না। খালেদাকে তারা ভুলে গেছে। মাইনাসই করে ফেলছে। তাদের আর তাকে দরকার নাই।

তিনি বলেন, বিএনপি এখন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের কথা বলে। কিন্তু একসময় তারাই নির্দলীয় নিরপেক্ষ সরকার মানে নাই। তারা একেক সময় একেক কথা বলে।

তিনি বলেন, বিএনপি এখন বলে, আমরা (আওয়ামী লীগ) নাকি পাঁচটি আসনও পাবো না। অথচ ২০১৮ সালের নির্বাচনে তারা সর্বসাকুল্যে ৮টি আসন পেয়েছিল। ১০টি আসনও জুটে নাই। সুতরাং এসব কথা বলে বাঙালিকে আর বিভ্রান্ত করা যাবে না।

যারা তিনবার ক্ষমতায় থেকেও কোনো উন্নয়ন করতে পারেনি তারাই আজ কোনো উন্নয়ন দেখতে পায় না বলে মন্তব্য করেন মেয়র তাপস।

তিনি বলেন, আজকে অনেকেই অনেক কথা বলেন। তাদের চোখে উন্নয়ন দেখা যায় না। যারা কোনো দিন দেশের উন্নয়ন করে নাই, করতে পারে নাই, তারা কীভাবে উন্নয়ন দেখবে? যারা উন্নয়ন করে, করতে পারে তারাই উন্নয়ন দেখবে। সাধারণ জনগণ চায় উন্নয়নের ধারাবাহিকতা। জনগণ দেশের উন্নয়ন প্রত্যাশা করে। শেখ হাসিনা জনগণের সে প্রত্যাশা পূরণ করছেন।

বিএনপির প্রতি ইঙ্গিত করে শেখ তাপস বলেন, যারা (উন্নয়ন দেখতে পায় না) বলে, তিনবার ক্ষমতায় ছিল, তারা তো বিদ্যুৎ দিতে পারেনি, মেট্রোরেল দিতে পারেনি, পদ্মা সেতু দিতে পারেনি। তারা তো এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানোর কথা চিন্তাও করতে পারেনি। মাতারবাড়ি (গভীর সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র), রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এসব তাদের কল্পনায়ও আসে না। তারা শুধু নিজেদের উন্নয়ন চিন্তা করে। নিজেদের পেট ভরা আর দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চিন্তা করে। উন্নয়ন দেখতে হলে সাধারণ মানুষের চোখ দিয়ে দেখতে হবে।

২০০৮ সালে জনগণ চারদলীয় জোটের অপকর্ম ও জঙ্গিবাদের বিরুদ্ধে রায় দিয়েছিল উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, একসময় তারা বলেছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আজ তারা কাঁন্দে। এখন ভাবে, ১০০ বছরেও বুঝি আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না। তারা বলেছিল, আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। ২০০৮ সালে বাঙালি জাতি তাদের দুর্নীতি, জঙ্গিবাদ, অপকর্মের বিরুদ্ধে শিক্ষা দিয়ে তাদের আসন দিয়েছিল মাত্র ২৯টি। ৩০টি আসনও তখন পায়নি।

ভরাডুবির আশঙ্কায় বিএনপি আগামী জাতীয় নির্বাচনে আসতে চায় না মন্তব্য করে তিনি বলেন, এবার তারা নির্বাচনে না এলে বুঝতে হবে, তারা বুঝে গেছে নির্বাচনে এলে একটি আসনও পাবে না। ২০১৪ সালে নির্বাচনে না এসে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছিল। কারণ, তারা জানত নির্বাচনে এলে ভরাডুবি হবে। সেজন্য ইজ্জত বাঁচাতে নির্বাচনে না এসে নির্বাচন বানচালের চেষ্টা চালিয়েছিল। ভেবেছিল নির্বাচন প্রতিরোধ করবে, প্রতিহত করবে। কিন্তু সে শক্তি তাদের নাই। সেটা তারা করতে পারে নাই।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test