E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন’

২০২৩ সেপ্টেম্বর ২৩ ১৮:৩৮:১৪
‘দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন’

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ‘দেশকে অশান্ত ও অন্ধাকারের দিকে ঠেলে দিতে না চাইলে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনা ছিল বলে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ঘাতকরা চেয়েছিল বঙ্গবন্ধুর পুরো পরিবার ও সহযোগীদের হত্যা করে দেশ থেকে স্বাধীনতার চিহ্ন মুছে ফেলবে। জননেত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে বদলে যাচ্ছে। তিনি দেশকে ভালবাসেন, দেশের মানুষকে অন্তর দিয়ে ভালোবাসেন। বাংলাদেশের মানুষ মনে করে শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে। আমরা দেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তিত করেছি। দেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। আজকে নারীরা সবখানে সুপ্রতিষ্ঠিত হয়েছেন।’

আজ শনিবার বিকেল চারটায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনা একজন খাঁটি মুসলমান। তিনি সকালে উঠে নামাজ আদায় করে কুরআন পাঠ করেন। দেশের বিভিন্ন প্রান্তে ইসলাম রিসার্স করার জন্য মডেল মসজিদ স্থাপন করেছেন। ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। মাদ্রাসাগুলো আধুনিকায় করার কাজ চলছে। সরকার স্বাস্থ্যকে এগিয়ে নিতে হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক স্থাপন করে সেবা ব্যবস্থা করেছেন। তিনি যা করছেন দেশের জন্য ইতিহাস করে যাচ্ছেন। তার দক্ষতা, সততায় আজ বিশ্ব ব্যাপী সুনাম কুড়াচ্ছেন। আজ রোহিঙ্গাদের আশ্রায় দিয়ে মানবতার পরিচয় দিয়েছেন। যার ফলে মাদার অব হিউম্যানিটি উপাধী পেয়েছেন। সুতরাং দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে না চাইলে আবারও নৌকায় ভোট দিন।

শনিবার নলতা এমআর কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হক , সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান, দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম জামিল হোসেন, কালিগঞ্জ থানার অফিসার মামুন রহমান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তারিকুল ইসলাম, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ এর অধ্যক্ষ তোফায়েল আহমেদ, এমপি পুত্র প্রকৌশলী জিয়াউল হক সুমন সহ জেলা, উপজেল, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি শনিবার দুপুর ১২ টায় ১৫ মিনিটে ঢাকা তেজগাঁও থেকে হেলিকপ্টার যোগে সাতক্ষীরায় পৌঁছান। সেখান থেকে সাতক্ষীরা পুলিশ লাইনে নব নির্মিত ইনডোর প্লে গ্রাউন্ড উদ্বোধন করেন।

(আরকে/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test