E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘৫ অক্টোবর সরকার পতনের শপথ নেবে বিএনপি’

২০২৩ অক্টোবর ০২ ১৩:২৫:৩৩
‘৫ অক্টোবর সরকার পতনের শপথ নেবে বিএনপি’

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ সফল করার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে। এই স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার শপথগ্রহণ করতে হবে।

রবিবার (১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর দলীয় কার্যালয় নাসিমন ভবনে কোতোয়ালি থানা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আজকে মানুষের মৌলিক অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার নেই, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায়, আইনের শাসনও নেই। এই স্বৈরাচার সরকারের অধীনে দেশের সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। দীর্ঘ ১৪ বছরের বেশি সময় শাসন করছে এই অনির্বাচিত সরকার।গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিয়েছে। গণতন্ত্র ও ভোটাধিকার নেই। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, তারা আবারও ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই এই সরকার উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আদালতকে ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জ গঠন করাচ্ছে। বিচার বিভাগ স্বাধীন না হওয়ার কারণে, আইনের শাসন না থাকার কারণে মিথ্যা মামলায় আজ চার্জ গঠন হচ্ছে। নির্বাচনের আগে তড়িঘড়ি করে চার্জ গঠন করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার শুরু করে সাজা দিতে চান? কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনার অধীনে কোনো নির্বাচন হবে না। আর আমরাও ভোট ডাকাত সরকারের অধীনে নির্বাচনে যাবো না।

আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দেশের নির্বাচন হবে বলেন তিনি।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, বিএনপির নেতাকর্মীরা এই সরকারের নির্যাতন নিপীড়নকে আর ভয় পায় না। এখন আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। এই সরকারের দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠতে হবে। আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখ রোডমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।

কোতোয়ালি থানা বিএনপির প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ন আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, আলহাজ্ব আব্দুল মান্নান, সদস্য হারুন জামান, মোহাম্মদ আলী, আহমেদুল আলম চৌধুরী রাসেল। এতে আর্র উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির নেতা ফরিদ আহমেদ, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আক্তার খান, এসএম মফিজুল্লাহ, খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, সাব্বির আহমেদ, মোহাম্মদ ইউসুফ, আনোয়ার হোসেন, আবুল কালাম আজাদ, ইমতিয়াজ উদ্দিন তারেক, সাইফুদ্দিন মির্জা, দিদারুল ইসলাম, এনায়েতুর রহমান, আব্দুল আহাদ স্বপন, মো. কামাল উদ্দিন, আবু মুসা, মাহবুব রানা, মো. হাশেম, ইমরান হোসেন জ্যাকসন, মোহাম্মদ ওয়াসিম, রিয়াদ হোসেন, মোহাম্মদ জসিম,মোহাম্মদ সালাউদ্দিন, মো. হাসান, আব্দুল জলিল, আবু সালে আবি, সৌরভ প্রিয় পাল প্রমুখ।

এর আগে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোডমার্চ সফল করার লক্ষ্যে জহুরুল হক মার্কেট, লালদিঘী ও জেলা পরিষদ মার্কেট এলাকায় প্রচারপত্র বিতরণ করেন ডা. শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ন আহ্বায়ক এস কে খোদা তোতন, মোহাম্মদ আব্দুল হালিম শাহ আলম, ইস্কান্দর মির্জা, সদস্য আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, এমআই চৌধুরী মামুন, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, নগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আলী মিঠু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কায়সার লাবু, সদস্য নুর আহমদ পিন্টু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, সাব্বির আহমেদ, বিএনপি নেতা হাজী মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আলী, মো. আলমগীর, মোহাম্মদ সালাউদ্দিন, আব্দুল জলিল, মোহাম্মদ দিদারুল আলম, শেখ রাসেল প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test