E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হাসান ইকবালের কথা শুনে স্তম্ভিত সুরঞ্জিত

২০১৪ নভেম্বর ০৭ ১৫:৪১:১৯
হাসান ইকবালের কথা শুনে স্তম্ভিত সুরঞ্জিত

স্টাফ রিপোর্টার : আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আমি স্তম্ভিত। হাসান ইকবাল কীভাবে জেলগেটে বলে আমার বাবা কোনো অপরাধ করে নাই। এটা ক্ষমার অযোগ্য অপরাধ, তার কতো বড় স্পর্ধা!

শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যারা সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে হরতাল দেয় তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। সবকিছু তামাশাভাবে নিলে হবে না। সুপ্রিম কোর্টকে জেগে উঠতে হবে।

সচিবদের মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জালিয়াতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, সচিবরা দুই চার বছর চাকরি বাড়ানোর জন্য প্রতারণা করেছেন। মুক্তিযোদ্ধা না হয়েও সার্টিফিকেট জালিয়াতি করেছেন। এখন আবার চাকরি ছাড়ছেন।

তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার ছেলে তারেককে নিয়ে কিছু বলতে চাই না। সে লন্ডনে স্কুল খুলেছে, ইতিহাসের স্কুল। সেখানে তার একজন গৃহশিক্ষকও আছে। তার ইতিহাস বিকৃতির চেয়ে মস্তিষ্কের বিকৃতি নিয়ে কথা বলা উচিৎ।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নৌকা সমর্থক গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন।

(ওএস/এটিআর/নভেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test