E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তারেক উম্মাদ হয়ে আবোল তাবোল বলছে

২০১৪ নভেম্বর ০৭ ১৬:০৪:১৫
তারেক উম্মাদ হয়ে আবোল তাবোল বলছে

মাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, তারেক রহমান লন্ডনে বসে যাই বলুক তার বলা হলো অবাঞ্চিতের মত কথা। মানুষ যখন উম্মাদ হয় তখন এ সমস্ত কথা বলে।

বঙ্গবন্ধু পাকিস্তানী পাসপোর্ট নিয়ে এসেছে, এটা তারেক রহমান জানলো কি করে? বঙ্গবন্ধু যখন পাকিস্তান থেকে আসে তখন ব্রিটিশ সরকারের বিশেষ ব্যবস্থাপনায় ভারত হয়ে বাংলাদেশে এসেছিলেন। পাকিস্তানী পাসপোর্টে আসেননি।

শুক্রবার সকালে মাদারীপুর লঞ্চঘাট ভাঙ্গণ এলাকা পরিদর্শন শেষে এক আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

নৌমন্ত্রী আরো বলেন, ‘তাদের বিরুদ্ধে যখন বিচার হচ্ছে, তখন তারেক রহমান এ কথাগুলো তো বলবেই। তারেক রহমান ঢাকার পল্টন ময়দানে যখন জামায়াত ইসলামের রোকনদের সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে সে এবং বিএনপি’র নেতারা বক্তব্য দিয়ে বলেছিলো বিএনপি ও জামায়াত একই পরিবার। ওনাদের পরিবারের লোক যুদ্ধাপরাধীদের যখন বিচার হচ্ছে, তখনতো তারা উম্মাদ হবেই, তখন তারা অবাঞ্চিতের মত কথা বলবেই এটাই স্বাভাবিক।’

পদ্মাসেতুর কাজ শুরু হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, যে প্রতিষ্ঠান কাজ পেয়েছে। তারা তাদের বিভিন্ন সরঞ্জাম মাওয়া ঘাট এলাকায় নিয়ে আসা শুরু করেছে। ১লা ডিসেম্বর মাওয়া ঘাট শিমুলিয়া স্থানান্তরিত করার পর পুরোদমে মূল পদ্মা সেতুর কাজ শুরু হয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহাদাৎ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, জেলা শ্রমিকলীগের সভাপতি খায়রুল হাসান নিটুলসহ অন্যরা।

(এএসএ/এটিআর/নভেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test