E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আন্দোলনের নামে মানুষ হত্যা করে বিএনপি

২০১৪ নভেম্বর ০৮ ১৪:৪০:৪৪
আন্দোলনের নামে মানুষ হত্যা করে বিএনপি

স্টাফ রিপোর্টার : যখনই বিএনপি আন্দোলনের কথা বলে কর্মসূচি দেয় তখনই তারা মানুষ হত্যা করে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শনিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আমু বলেন, তারা আন্দোলনের কর্মসূচি দিয়েই অন্তত ২০ জনের জীবন নিতো। এ কারণে বিএনপির আন্দোলন মানুষ সমর্থন করেনি। তাই তারা জনসম্পৃক্ততা হারিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টায় মেতে উঠেছে।

তিনি বলেন, ‘আমরা ধর্মপরায়ন ধর্মান্ধ নই। ধর্ম যার যার রাষ্ট্র সবার। কখনোই কোনো প্রধানমন্ত্রীর মাধ্যমে ধর্ম প্রচার হয়নি। ধর্ম প্রচার হয় আওয়ামী লীগের মাধ্যমে। স্বার্থান্বেষী মহল ধর্মকে ব্যবহার করে ফায়দা লুটতে মেতে উঠেছে। তারা ধর্মের নামে জঙ্গি তৎপরতা চালিয়ে পবিত্র ইসলাম সম্পর্কে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।’

আমির হোসেন আমু বলেন, যারা পলিটেকনিক থেকে বেরিয়ে আসে তারাই দেশের উন্নয়নের চাবিকাঠি। পলিটেকনিক ছাড়া দক্ষ লোক তৈরি করা সম্ভব নয়। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশে দক্ষ লোকের সংখ্যা বাড়িয়ে তুলতে হবে।

র‌্যালিতে অংশ নেয়া ড. আবদুস সোবহান গোলাপ সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে বলেন, ‘আরও ভাল কিছু কাজ করানোর জন্যই হয়তো আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।’

তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করে দেশের মানুষের দোর গোড়ায় সকল প্রকার সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

কাকরাইলস্থ আইডিইবি ভবন থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আইডিইবির মাল্টিপারপাস হলে আলোচনা সভায় বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ।

এতে সভাপতিত্ব করেন- আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। স্বাগত বক্তব্য দেন, আইডিইবির সাধারণ সম্পাদক শামছুর রহমান।

(ওএস/এটিআর/নভেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test