E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘আমরা আর হরতাল-অবরোধের রাজনীতি চাই না’

২০২৩ ডিসেম্বর ০৫ ১৩:১৪:৪২
‘আমরা আর হরতাল-অবরোধের রাজনীতি চাই না’

স্টাফ রিপোর্টার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন, ‘আমরা আর হরতাল-অবরোধের রাজনীতি চাই না। আমরা পরিশুদ্ধ, মার্জিত এবং সুন্দর রাজনীতি দেখতে চাই।’

সোমবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি রেস্তোরায় নিউমার্কেট থানা আওয়ামী লীগ আয়োজিত পরিচিতি ও কর্মীসভায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌস বলেন, ‘আওয়ামী লীগ সরকারই আমাদের বারবার দরকার। না হলে বর্তমানে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে এগুলো সব বন্ধ হয়ে যাবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি আমাকে বিশ্বাস করে, আস্থা রেখে নৌকার দায়িত্ব দিয়েছেন। ঢাকা- ১০ আসন সারা বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি আসন। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে, প্রধানমন্ত্রী আমাকে এই আসনের জন্য মনোনীত করেছেন। আমাদের এখন লক্ষ্য একটাই। সেটি হলো, আগামী ৭ জানুয়ারি সব কেন্দ্রে মানুষকে ভোট দিতে নিয়ে আসতে হবে। আমরা সবাই মিলে একসঙ্গে যদি কাজ করি সেটা অবশ্যই সম্ভব।’

আগামী ৭ জানুয়ারির নির্বাচন গুরুত্বপূর্ণ উল্লেখ করে ফেরদৌস বলেন, ‘এবারের নির্বাচন ভীষণ জরুরি। আমার বিশ্বাস, আমাদের ত্যাগী নেতৃবৃন্দের পরিকল্পনা ও কাজের ফসল হিসেবে অধিকাংশ আসনেই আমাদের বিজয় হবে। তবে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে চাই নির্বাচনী আমেজ কাকে বলে এবং নির্বাচন কীভাব উৎসবমুখর করতে হয়। আমাদের এবারের পরিকল্পনা প্রধানমন্ত্রী বলে দিয়েছেন। তিনি বলেছেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো নীতিতে কাজ করার জন্য। সেজন্য, মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে। এই দায়িত্ব নেতাকর্মীদের পালন করতে হবে। আমার জায়গা থেকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি আমি সবার সঙ্গে মিলে একসঙ্গে কাজ করবো। নির্বাচনের আগে-পরে সমানভাবে জনগণের পাশে থাকবো।’

ফেরদৌস আরও বলেন, ‘আমি কখনোই এমপি হতে চাইনি। আমি চেয়েছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থেকে তার উন্নয়নমূলক কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দেওয়ার। চেষ্টা করেছি আওয়ামী লীগের নৌকাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। তাই সবাইকে একসঙ্গে মিলে দেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য কাজ করতে হবে।’

অনুষ্ঠানে নিউমার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মনু মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সবাই আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test