E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘অতি উৎসাহী কর্মকর্তাদের অচিরেই জবাবদিহি করতে হবে’

২০২৩ ডিসেম্বর ০৬ ১৮:৪৮:৪১
‘অতি উৎসাহী কর্মকর্তাদের অচিরেই জবাবদিহি করতে হবে’

স্টাফ রিপোর্টার : অতি উৎসাহী কর্মকর্তাদের মধ্যে যারা দেশের সম্মান নষ্ট করছেন তাদের অচিরেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এবার নতুন করে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, পুলিশের বিশেষ শাখা সোয়াতকে আর সহযোগিতা করা হবে না। যারা দেশের সম্মান নষ্ট করছেন, অতি উৎসাহী এ কর্মকর্তাদের অচিরেই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।’

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘দেশের জনগণ, বিরোধী দলগুলোর বিরোধিতা এবং আন্তর্জাতিক মহলের অব্যাহত আহ্বান উপেক্ষা করে নির্বাচন করার মতো আত্মঘাতি খেলায় মেতে উঠেছে সরকার।’

বিএনপির এ মুখপাত্র বলেন, ‘রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে এ ভোটের নামে ভেলকিবাজি করা হচ্ছে ? কাকে এমপি ঘোষণা দেওয়া হবে আর কাকে তালিকা থেকে ছেঁটে ফেলা হবে সব কিছুই প্রস্তুত আছে। যারাই জিতবে তারা সবাইতো প্রধানমন্ত্রীর লোক। এত গ্রেফতার-সহিংসতা করার দরকার কি?’

আসন ভাগাভাগি নিয়ে ক্ষোভ-বিক্ষোভ চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘প্রতিদ্বন্দ্বীরা সবাই হাস্যকরভাবে আকুতি জানাচ্ছেন সংসদে যাওয়ার জন্য। তারা কেউ সরকার গঠনের কথা ভাবছেন না, তারা শুধু সংসদে যেতে চান।’

তিনি আরও বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, মানবাধিকার দিবসে বিএনপি বিশৃঙ্খলা করতে পারে-এমন গোয়েন্দা তথ্য নাকি তার কাছে রয়েছে। এ গোয়েন্দা তথ্যের উৎস কি-সুধা ভবন, নাকি গণভবন। আসন্ন নির্বাচন কেন্দ্র করে নানা কাহিনি ও নাটক রচনা করবেন, তার আভাস পাওয়া যায় এসব কথায়।’

এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের মোট ৩৬০ নেতাকর্মী গ্রেফতার হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করেন রিজভী।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test