E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিক্ষোভ নয় হরতাল দেওয়া উচিত

২০১৪ নভেম্বর ০৮ ১৭:০৬:৪৮
বিক্ষোভ নয় হরতাল দেওয়া উচিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বিক্ষোভ দেয়ায় কেন্দ্রীয় বিএনপির প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন-‘যে বিপ্লব ও সংহতি দিবসের মাধ্যমে বিএনপির জন্ম, অথচ সেই দিনটি পালন করতে দেয়নি অবৈধ সরকার। এ জন্য হরতালসহ কঠোর কর্মসূচি দেয়া উচিত ছিল বলে আমি মনে করি।’

শনিবার দুপুরে তৈমূর বলেন, ‘কেন্দ্রীয় বিএনপি সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে। আমি এ কর্মসূচির সঙ্গে একমত নই।

তিনি ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, ‘৭ নভেম্বর পালন করতে দিচ্ছেন না শেখ হাসিনা। এর প্রতিবাদে ঢাকায় প্রতিটি ওয়ার্ডে শুক্রবারই বিক্ষোভ মিছিল করা উচিত ছিল। ঢাকায় কমিটির পদ নিয়ে তো ভালই লড়াই দেখেছি। কিন্তু এ কমিটি কি করল? তারাও ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই এ কর্মসূচির চেয়ে কঠোর কর্মসূচি দিলে আমরা নারায়ণগঞ্জ বিএনপি কঠোরভাবে রাজপথে নামতে প্রস্তুত।’

(ওএস/এটিআর/নভেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test