E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীবরদীতে আা’লীগের নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

২০১৪ নভেম্বর ০৮ ১৭:০৭:০৫
শ্রীবরদীতে আা’লীগের নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের নতুন আহ্বায়ক কমিটিকে অবাঞ্চিত ঘোষণা করে ওই কমিটি বাতিলের দাবি জানিয়েছে তৃণমুলের নেতাকর্মীরা। এ দাবিতে ৮ নভেম্বর শনিবার বিকেলে শ্রীবরদী পৌর শহরে স্থানীয় আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। মিছিল ও সমাবেশে বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবিলম্বে নতুন আহ্বায়ক কমিটি বাতিল করা না হলে আগামীতে বৃহত্তর পরিসরে কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল তিনটার দিকে, শ্রীবরদী কলেজ রোড থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শ্রীবরদী চৌরাস্তার মোড়ের বীর বিক্রম খুররম অডিটরিয়ামের সামনের শহীদ মিনার চত্বরে এক পথসভা করে। বিক্ষোভ মিছিল ও পথসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা সহ প্রায় সহস্রাধিক দলীয় নেতাকর্মী অংশ নেয়।

পথসভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, সাবেক উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ সালেহ, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুল কাদের, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক জাকির হোসেন, ছাত্রলীগের সভাপতি জুয়েল আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলা আওয়ামী লীগের সাবেক কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, ¦ুপজেলার আওয়ামী লীগের আগের কমিটি বিলুপ্ত করে বর্তমানে যে আহ্বায়ক কমিটি জেলা নেতৃবৃন্দ দিয়েছেন সেই কমিটি অবৈধ। ওই অবৈধ কমিটি আমরা মানিনা, মানবোনা। তাই আমরা অবিলম্বে নতুন কমিটি বাতিল করে পুনরায় কমিটি করার দাবী জানাচ্ছি। আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ সালেহ বলেন, যারা এতদিন দলের বিরুদ্ধে কাজ করেছে, নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছে, তাদেরকে নিয়েই নতুন কমিটি করা হয়েছে। দলের মধ্যে বিভেদ সৃৃষ্টিকারী বেঈমানদের আগে কমিটি থেকে বাদ দিতে হবে। আমরা এর প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবী জানাচ্ছি। উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আব্দুল কাদের বলেন, আজ আমরা বিক্ষোভ মিছিল ও পথসভা করে প্রতিবাদ জানাচ্ছি। অবৈধ কমিটি বাতিল করা না হলে সামনে আরও বৃহত্তর পরিসরে আন্দোলন কর্মসুচী গ্রহণ করা হবে।

স্থানীয় দলীয় নেতাকর্মীদের অভিযোগ, ২০০৩ সালে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়। ২০০৮ ও ২০১৪ সালের সাধারণ নির্বাচনে ফজলুল হক চাঁন এমপি নির্বাচিত হন। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য চাঁনকে পাশ কাটিয়ে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি গত ২০ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগের এজেন্ডা বিহীন এক সভায় ভেঙ্গে দেওয়া হয়। পরবর্তীতে দিয়ে ১০ অক্টোবর মনগড়া নতুন পকেট আহবায়ক কমিটি করা হয়। এনিয়ে তৃণমুলের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে নতুন আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গদলের ৬৪ জন নেতা প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগও করেছেন।

(এইচবি/এএস/নভেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test