E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রোজায় আন্দোলন করলে বিএনপি জনবিচ্ছিন্ন হবে’

২০২৪ মার্চ ১১ ১৩:৪৫:৪০
‘রোজায় আন্দোলন করলে বিএনপি জনবিচ্ছিন্ন হবে’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোজার মাসে সংযম না করে আন্দোলন করলে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হবে। এ ছাড়া রমজানে যারা বাজারে দাম বাড়াবে তাদের বিরুদ্ধে সরকার কঠোর আছে বলে জানান সেতুমন্ত্রী।

সোমবার (১১ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের সম্পাদকমণ্ডলীর সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

রমজানে আওয়ামী লীগ কোনো ইফতার পার্টি করবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মানুষের মাঝে ইফতার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান তিনি।

লন্ডনে পলাতক তারেক রহমানকে ‘দুর্নীতির বরপুত্র’ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তাকে যতই নেতা বানানোর চেষ্টা করুক জনগণ তাকে নেতা মানবে না। তারেক রহমান যতদিন বিএনপির নেতা হিসেবে থাকবেন ততদিন দলটির অবস্থা আরও খারাপ হবে।

বিএনপির নেতারা জেলে থাকা নিয়ে মিথ্যাচার করছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলটির পায়ের তলায় মাটি সরে যাচ্ছে বলে বিদেশিদের কাছে নালিশ করে অসম্মানজনক কাজ চালিয়ে যাচ্ছেন তারা। কোনো নিরপরাধ কেউ নিপীড়িত হচ্ছে না। যারা জ্বালাও-পোড়াও করছেন তাদেরকে জনস্বার্থে ছাড়া দেয়া হবে না।

‘সারা বিশ্ব প্রধানমন্ত্রীর নেতৃত্ব প্রশংসনীয়। শেখ হাসিনা নিজেই সম্পদ। বাংলাদেশ সুদৃঢ় নেতৃত্বে দাঁড়িয়ে আছে। বিদেশিদের সঙ্গে বন্ধুত্ব করি কিন্তু বিদেশিদের কথায় রাজনীতি করি না’, যোগ করেন কাদের।

(ওএস/এএস/মার্চ ১১, ২০২৪)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test