E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘ফখরুল ইসলাম জয়ের বিষয়ে অর্বাচিন’

২০১৪ নভেম্বর ১৬ ১৭:১১:২৪
‘ফখরুল ইসলাম জয়ের বিষয়ে অর্বাচিন’

নোয়াখালী প্রতিনিধি : সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন জয় নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ের বিষয়ে অর্বাচিন, আনাড়ি। আজ তার নির্বাচনী এলাকার কোম্পানীগঞ্জের নদী ভাংগন কবলিত মুছাপুর ক্লোজার পরিদর্শন কালে স্থানীয় সংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, প্রধান মন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজিব ওয়াজেদ জয় কাউকে ব্যক্তিগত আক্রমন করে বক্তব্য দেননি, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত মহা সচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁকে ব্যক্তিগত আক্রমন করে কথা বলেছেন।

মন্ত্রী আরো বলেন, জয় তথ্য ও প্রযুক্তি বিষয়ে কাজ করে, সে বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনাড়ি অর্বাচিন। তিনি জয়কে ব্যক্তিগত আক্রমন করে বক্তব্য দিয়ে সীমা লঙ্ঘন করেছেন। রাজনীতিতে এটা ঠিক নয়।

এর আগে মন্ত্রী কোম্পানীগঞ্জ উপজেলা চত্বরে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের,জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ উপস্থিত ছিলেন।

(জেএইচবি/এএস/নভেম্বর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test