E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

তৃণমূল পর্যায়ে আ.লীগের কাউন্সিল করার তৎপরতা চলছে: হানিফ

২০২৪ এপ্রিল ১৬ ১৮:০০:১৩
তৃণমূল পর্যায়ে আ.লীগের কাউন্সিল করার তৎপরতা চলছে: হানিফ

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, তৃণমূল পর্যায়ের সকলস্তরে দলীয় কাউন্সিল করার তৎপরতা শুরু হচ্ছে। আগামী বছর কেন্দ্রীয় কাউন্সিলের আগেই ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ের কাউন্সিল করা হবে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

হানিফ বলেন, বিএনপি তাদের নেতাদের গ্রেফতার করার মিথ্যা অভিযোগ এনে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে এবং প্রমাণ পেয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরকেই গ্রেফতার করেছে।

মির্জা ফখরুলকে ধন্যবাদ দিয়ে হানিফ বলেন, এখন তারা বিদেশিদের ওপর নির্ভর না করে নিজেদের শক্তি দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার কথা বলছেন। এর মাধ্যমে তারা বিদেশি শক্তির ওপর ভর করে সরকারকে উৎখাত করার যে ষড়যন্ত্র করেছিল তা স্বীকার করে নিলেন তারা।

এ সময় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

(এমজে/এসপি/এপ্রিল ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test