E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নির্বাচনে না আসলে জনগণ আপনাদের আবারো বয়কট করবে’

২০২৪ জুলাই ১৩ ১৮:৫৮:০৯
‘নির্বাচনে না আসলে জনগণ আপনাদের আবারো বয়কট করবে’

স্টাফ রিপোর্টার : প্রাণিসম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আব্দুর রহমান বলেছেন, ক্ষমতায় যাবার পথ একটাই। সেটি হলো নির্বাচন। নির্বাচন ছাড়া অন্ধকার গলি ক্ষমতায় আসার কোন পথ নাই। নির্বাচনে যদি জনগণ ভোট দেয় তাহলে আপনারা ক্ষমতায় যেতে পারবেন। আর যদি নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করেন তাহলে জনগণ আপনাদের বয়কট করবে। যেভাবে বিগত তিনটি নির্বাচনে জনগণ আপনাদের বয়কট করেছে সেভাবেই আগামীতেও বয়কট করবে। 

তিনি বলেন, সিরাতুল মোস্তাকিমের রাস্তায় আসুন। নইলে অন্ধকার গলিতে আপনাদের পঁচে গলে মরতে হবে। বাঙালি যা আজ ভাবে ভারতবর্ষ তা কাল ভাবে। সেই কথার রেশ ধরে বলতে চাই, শেখ হাসিনা আজ যেই উন্নয়ন করে দেখালেন, পুরো বিশ্ব তা কাল বা পরশু ভাবতে পারবে। তিনি আজ বাংলাদেশের মঞ্চ পেরিয়ে বিশ্ব নেত্রী। পৃথিবীর মধ্যে তিনজন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা একজন।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ভায়া রাজবাড়ির জামালপুর ১২ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে কামারখালী বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কথাগুলো বলেন।

আব্দুর রহমান বলেন, যেই মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতা এনেছে তাদের কোন ক্ষয় নাই। সকলকে উন্নয়নমুখি হতে হবে। মসজিদ-মন্দির, গোরস্থান, শ্মশান ঘাট এসবের উন্নয়নের জন্য আপনাদের বলতে হবে না। আমি নিজের থেকেই এসব করে দিবো। নিয়ত যদি সৎ থাকে সেই নিয়তে বরকত থাকে। এজন্য আমার সব স্বপ্নই পূরণ হবে।

মন্ত্রী আরো বলেন, আমি আপনাদের সাহায্য ও অনুপ্রেরণা নিয়ে শেখ হাসিনার হাত শক্তিশালী করবো। শেখ হাসিনার হাত শক্তিশালী হলে আমি আমার তিন উপজেলাকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবো। শেখ হাসিনার দয়ার ইচ্ছায় আমি মন্ত্রী হয়েছি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে রাখতে চাই।

জনসভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মন্ডলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, আড়পাড়া ইউপি চেয়ারম্যান মদিউজ্জামান বাবু, কামালদিয়া ইউপি চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুনসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে আব্দুর রহমান ‘ ১৮০ কোটি টাকা ব্যয়ে ফরিদপুর টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্প কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ফরিদপুর—২ আসনের সংসদ সদস্য আয়মন আকবর চৌধুরী লাবলু, ফরিদপুর—৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ, ফরিদপুর—৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, সংরক্ষিত নারী আসনের এমপি ঝর্ণা হাসান, এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান, ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শহিদুজ্জামান খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী বাকাহিদ হোসেন, টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের পরিচালক সাজ্জাদ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস প্রমুখ উপস্থিত ছিলেন।

(পিআর/এসপি/জুলাই ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২০ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test