E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নিরপরাধ কাউকে হয়রানি করা সমর্থন করে না বিএনপি’

২০২৪ নভেম্বর ০৪ ১৮:০৮:৫১
‘নিরপরাধ কাউকে হয়রানি করা সমর্থন করে না বিএনপি’

স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা অপরাধ করছে না, মানুষকে আক্রমণ করছে না; তাদেরকে হয়রানি করা বিএনপি সর্মথন করে না। আজ সোমবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারের বিধবা আসমার বাড়ি পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি ঢাকা ও খুলনায় একটি রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়া এবং ভাঙচুরের ঘটনা দেখতে পেলাম। আমরা এর নিন্দা জানাচ্ছি। বিএনপি সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। কোনো দল বা কোনো রাজনৈতিক কর্মী অপরাধ করলে প্রচলিত আইনে তার বিচার হবে। কিন্তু তার বাড়ি ঘর বা কার্যালয়ে ভাঙচুর বা অগ্নিসংযোগে সমর্থন করে না বিএনপি।

তিনি আরও বলেন, অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়। যে দলেরই হোক যে রঙেরই হোক, যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এসপি/নভেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test