E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নারায়ণগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

২০১৪ নভেম্বর ৩০ ১৩:৪৫:৩১
নারায়ণগঞ্জে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি : আড়াইহাজার উপজেলার পাঁচরুখি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো নয়জন।

নিহত আমজাদ হোসেন (৫৫) সাতগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য ছিলেন।

ররিবার বেলা ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পূর্বশত্রুতার জেরে আড়াইহাজারের সাংসদ নজরুল ইসলাম সমর্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতা-কর্মীদের সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় আমজাদ হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, প্রায় এক মাস আগে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ব্রাহ্মণবাড়িয়া সফরকে কেন্দ্র করে আড়াইহাজারে গেট নির্মাণ করে দল সমর্থিত নেতা-কর্মীরা। আওয়ামী লীগের লোকজন তা ভেঙে দেয়। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সংঘর্ষের সৃষ্টি হয়।

(ওএস/এইচআর/নভেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test