E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অপহরণের দায় সরকার এড়াতে পারে না: ওবায়দুল কাদের

২০১৪ মে ০৩ ১৪:৩১:৫০
অপহরণের দায় সরকার এড়াতে পারে না: ওবায়দুল কাদের

লক্ষ্মীপুর প্রতিনিধি : দেশে খুন, গুম ও অপহরণ নিয়ে একটি মহল চক্রান্ত করছে দাবি করে যোগাযোগমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেছেন, এসব নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তবে সরকার এসবের দায় এড়াতে পারে না।

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় শনিবার বেলা ১১টার দিকে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সুধী সমাবেশে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার গুম-অপহরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অচিরেই দেশে শান্তি ফিরে আসবে, পরিস্থিতির উন্নতি হবে।

তিনি বলেন, দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনের নামে হাজার হাজার গাছ কাটা হচ্ছে। আমরা এসব আন্দোলনের জবাব দেব উন্নয়ন দিয়ে।

তিনি আরো বলেন, এ সরকার জনগণের কল্যাণের সরকার। নদী ভাঙান রোধ, ব্রিজ নির্মাণ ও রাস্তাঘাটসহ দেশের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের মানুষকে শান্তি ও স্বস্তিতে রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

গুজব ছড়িয়ে কেউ যাতে আতঙ্ক ছড়াতে না পারে সে দিকেও জনগণকে সর্তক থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন।

রামগতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক গোলাম মাওলা চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর -৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এম এ মমিন পাটোয়ারী ও শামছুল ইসলাম পাটোয়ারী।

পরে স্থানীয়দের দাবির মুখে নদী ভাঙন এলাকা পরিদর্শনের সময় ওবায়দুল ‍কাদের পানিসম্পদ মন্ত্রীকে মোবাইল ফোনে বিষয়টি অবহিত করেন। উত্তরে পানি সম্পদ মন্ত্রীও প্রকল্পটি বাস্তবায়নের আশ্বাস দেন।


(ওএস/এটি/মে ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test