E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন

২০১৪ ডিসেম্বর ০৪ ১৮:৫০:২৮
১০ ডিসেম্বর বগুড়া জেলা আওয়ামী লীগের সম্মেলন

বগুড়া প্রতিনিধি : জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনকে ঘিরে সাজসাজ রব পড়েছে বগুড়ার রাজনৈতিক পাড়ায়। দলীয় নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার এবং ফেস্টুনে ভরে উঠেছে শহর। গোটা শহর জুড়ে  সাজ সাজ রব। বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে প্রচার প্রচারণা। নেতাকর্মীদের মাঝে চাঙা ভাব, ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। জেলা কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা বেড়েছে আগের থেকে দিগুণ। প্রতিদিনই সন্ধ্যায় প্রচার মিছিল করছে দলীয় নেতাকর্মীরা। দীর্ঘ ১০ বছর পর জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১০ ডিসেম্বর। কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীরা উচ্চাশা থাকলেও মূল নেতৃত্ব পরিবর্তনের কোন আভাস নেই।

বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এড. আমান উল্লাহ জানান, ২০০৪ সালের ৮ আগষ্ট বগুড়া জেলা আওয়ামী লীগের শেষবারের মত সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আলহাজ্ব মমতাজ উদ্দিন পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান মজিবর রহমান মজনু। দলীয় সূত্রে জানা যায় আলহাজ্ব মমতাজ উদ্দিন সভাপতির দায়িত্ব পালন করছেন ১৯৯৩ সাল থেকে। দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসা এবং তৃণমূল পর্যায় থেকে নেতৃত্ব দেয়ার কারণে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আলহাজ্ব মমতাজ উদ্দিন এর কোন প্রতিদ্বন্দ্বি নেই। বগুড়ায় স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী এককালের তুখোড় ছাত্রনেতা আলহাজ্ব মমতাজ উদ্দিন দীর্ঘদিন যাবত বগুড়ার আওয়ামী পরিবারের অভিভাবকের দায়িত্ব পালন করছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে বগুড়ায় আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের সাংগঠনিক কাঠামো অত্যন্ত শক্তিশালী। প্রবীণ এই নেতা আবারো জেলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হবেন এটা প্রায় নিশ্চিত।

এদিকে সাধারণ সম্পাদক পদ নিয়ে একাধিক নেতার নাম শোনা গেলেও তাদেরও তেমন তোড়জোড় নেই। সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু ছাড়াও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের তৃণমূল নেতাকর্মীরা বলছেন, সম্মেলন হলেও নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা নেই। জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে শহরের জিলা স্কুল মাঠে। এদিনে ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মীর সমাগম করার লক্ষ্যে প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতিমধ্যেই জেলার অধিকাংশ ইউনিটে বর্ধিত সভা অনষ্ঠিত হয়েছে। জেলা সম্মেলন সফল করতে প্রতিদিনই সন্ধায় মিছিল সমাবেশ করছে নেতাকর্মীরা। শহরের বনানী থেকে মাটিডালী পর্যন্ত সড়কসহ শহরের বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে ডিজিটাল ব্যানার। শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসহ গোটা শহরে ডিজিটাল ব্যানার শোভা পাচ্ছে।

শহরের প্রবেশদ্বার বনানী ও মাটিডালীতে বিশাল আকৃতির ব্যানার টানিয়েছেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক ও সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ। তারা বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবি জানিয়েছেন ব্যানারে। বনানী থেকে শহর অভিমুখে রাস্তাসহ সাতমাথা এলাকায় সরকারের উন্নয়নমূলক চিত্র তুলে ধরে বিশাল আকৃতির ডিজিটাল ব্যানার টানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও বগুড়া পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ খান রনি। এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের টানানো ডিজিটাল ব্যানারে বদলে গেছে শহরের চেহারা। এক নতুন সাজে সেজেছে বগুড়া শহর।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক জানান, এবারের সম্মেলনে ৩০ হাজার নেতাকর্মী সমবেত হবেন। সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। নেতাকর্মীরা নিজ উদ্যোগে জাতীয় নেতাদের বগুড়ায় স্বাগত জানিয়ে ব্যানার ফেস্টুন টানিয়ে দিচ্ছে। এদিকে জেলা আওয়ামী লীগের ১০ ডিসেম্বরের সম্মেলনকে ঘিরে দলীয় অফিসে নেতাকর্মীদের আসা যাওয়া বেড়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, দলীয় প্রধান শেখ হাসিনা ও তার পুত্র সজিব ওয়াজেদ জয়সহ জাতীয় ও স্থানীয় নেতাদের ছবি সম্বলিত বড় বড় ডিজিটাল ব্যানার ঝোলানো হয়েছে শহরজুড়ে। বিশেষ করে বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথা ঢেকে ফেলা হয়েছে ব্যানার ফেষ্টুনে। বিভিন্ন উপজেলায় চলছে সম্মেলনের প্রচারনা।

বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু জানান, আগামী ১০ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সম্মেলনে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। জেলার ৩০ হাজারেরও বেশি নেতাকর্মী এ সম্মেলনে উপস্থিত থাকবেন।

(এএসবি/এএস/ডিসেম্বর ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test