E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

'ভোট ডাকাতির নির্বাচন জামায়াতে ইসলামী চায় না'

২০২৫ মার্চ ১৪ ০০:১৪:৩৯
'ভোট ডাকাতির নির্বাচন জামায়াতে ইসলামী চায় না'

রাজন্য রুহানি, জামালপুর : জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী বলেছেন, এক ব্যক্তির বন্দনা করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। এক বছরব্যাপী মুজিববর্ষ পালন করা হয়েছে। এই এক বছরে ১০ হাজার মূর্তি বানানো হয়েছে। এই মূর্তির পেছনে সাড়ে ৪ হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া নানা মেগা প্রকল্পের নামে মেগা মেগা দুনীতি করা হয়েছে।

তিনি বলেন, দেশে শান্তি ও সমৃদ্ধি পেতে দুটি জিনিস প্রয়োজন। আল্লাহর নির্ভুল আইন ও সৎ লোকের সুশাসন। জামায়াতে ইসলামী এই দুটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করে।

তিনি আরও বলেন, বিগত ১৬ বছর কোন নির্বাচনে জামায়াতে ইসলামী ভোট দিতে পারে নাই। উপরন্তু জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা চেয়েছি প্রতিটি সেক্টরে সমান সংস্কার করতে হবে। সংস্কার শেষ না করে নির্বাচন দিলে আবার যদি ভোট ছিনতাইয়ের নির্বাচন হয়, আবার যদি ভোট ডাকাতির নির্বাচন হয়, এমন নির্বাচন জামায়াতে ইসলামী চায়না। সব সংস্কার করে জনগণের ভোটের অধিকার আগে নিশ্চিত করতে হবে। তারপর নির্বাচন হবে। আবার আমরা এটাও চাইনা যে সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ করে নির্বাচনকে বিলম্বিত করা হোক। অতএব এই সরকারের কাছে আবেদন, সকল পর্যায়ে সংস্কার করে অতি শীঘ্র নির্বাচন আমাদের দিতে হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে জামালপুর শহরের রাণী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আয়োজনে বিশিষ্টজনদের সম্মানে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সেক্রেটারি আইনজীবী আব্দুস আওয়ালের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, জামায়াতে ইসলামী জেলা শাখার সাবেক আমীর আইনজীবী নাজমুল হক সাঈদী, আইনজীবী শামসুল হক, জামায়াতে ইসলামী জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুল হক জামালী, এসিস্ট্যান্ট সেক্রেটারি আইনজীবী সুলতান মাহমুদ, শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, শিবির জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে জামায়াতে ইসলামী জামালপুর জেলা ও শহর শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/মার্চ ১৪, ২০২৫)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test