E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমেই নির্বাচন হতে হবে’

২০২৫ মে ২৪ ১৩:৪৬:১২
‘প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমেই নির্বাচন হতে হবে’

স্টাফ রিপোর্টার : প্রধান উপদেষ্টার দেওয়া সময়ের মাঝেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (২৩ মে) বিকেলে রাজধানীর পল্লবীতে হীড ইন্টারন্যাশনাল স্কুল মাঠে পল্লবী মধ্য থানা জামায়াত আয়োজিত সহযোগী সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জামায়াতের বিরুদ্ধে অতীতের মত এখনো ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। অতীতে জামায়াতে ইসলামীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়।

তিনি আরও বলেন, এখন তারা পরাজয় সইতে না পেরে আবার ভারতের চক্রান্তে বাংলাদেশে ফিরে আসার অপকৌশল চালাচ্ছে। তাদেরকে এদেশের মানুষ কোনভাবেই আর মেনে নেবে না বরং যেকোন মূল্যে তাদের আগমনকে প্রতিহত করবে।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি শহীদের রক্তের পথ ধরেই দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তাই শহীদ পরিবারের সঙ্গে কথা না বলে আপনি যেতে পারেন না। আপনার সঙ্গেই দেশের সিংহভাগ মানুষ রয়েছে’। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই উপদেষ্টাদেরকে যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হতে হবে। এখানে যদি, কেন ও কিন্তুর কোন সুযোগ নেই। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান করার পর অতি দ্রুততার সঙ্গে নির্বাচন দিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

(ওএস/এএস/মে ২৪, ২০২৫)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test