E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

তরুণরা ভোটাধিকার হরণের মুখে দাঁড়িয়ে আছে

২০২৫ মে ২৯ ১৮:০৭:১১
তরুণরা ভোটাধিকার হরণের মুখে দাঁড়িয়ে আছে

স্টাফ রিপোর্টার : তরুণদের ভোটাধিকার হরণ একটি জাতীয় সংকট এবং আজও তারা সেই সংকটে দাঁড়িয়ে আছি বলে মন্তব্য করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে দলটি এ মন্তব্য করে।

বিবৃতিতে বলা হয়, তরুণদের ভোটাধিকার হরণ একটি জাতীয় সংকট। আজও সেই একই সংকটে তারা দাঁড়িয়ে আছে। এটি শুধু একটি সাংবিধানিক অধিকার লঙ্ঘনের বিষয় নয়, বরং একটি প্রজন্মকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণের মৌলিক সুযোগ থেকে বঞ্চিত করার নিষ্ঠুর উদাহরণ। অতীতেও এই দেশের তরুণরাই ভোটের অধিকার ছিনিয়ে এনেছিল। তারা রাজপথে লড়েছে, রক্ত দিয়েছে, অগ্রণী ভূমিকা রেখেছে।

বিবৃতিতে আরও বলা হয়, দেশজুড়ে কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গণতন্ত্র পুনরুদ্ধারের একটি জাতীয় ঐক্যের ইঙ্গিত পাইনি, বরং স্পষ্টভাবে দেখতে পেয়েছি নতুন প্রজন্মের সেই লড়াইয়ের পুনর্জাগরণ—যেখানে তরুণরা নিজেদের অধিকার রক্ষায় আবারও সংগঠিত হচ্ছে, কথা বলছে, এবং নিজ অবস্থান থেকে নেতৃত্ব দিচ্ছে।

তারা জানে, ভোটাধিকার শুধু ভোট দেওয়ার বিষয় নয়—এটি ভবিষ্যৎ নির্মাণের শক্তি। এই জাগরণই একদিন একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং রাষ্ট্রব্যবস্থার ভিত্তি রচনা করবে।

৩১ দফা রূপরেখার আলোকে তরুণ সমাজকে নীতিনির্ধারণী প্রক্রিয়ায় যুক্ত করতে মাসব্যাপী কর্মসূচি বুধবার (২৮ মে) ঢাকার নয়াপল্টনে তারুণ্যের সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার পর এই বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে ঢাকায় এবং অন্যান্য শহরে বিএনপির সমাবেশে লাখো মানুষের উপস্থিতির ফলে নগরবাসীর যে দুর্ভোগ হয়েছে—বিশেষ করে যানজটের কারণে—সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।

ঢাকার সমাবেশ শেষে তারেক রহমানের নির্দেশে তিনটি সংগঠন যৌথভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে স্থান ত্যাগ করে। এ কাজে সহায়তা করায় পরিচ্ছন্নকর্মীদের প্রতি বিবৃতিতে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

(ওএস/এসপি/মে ২৯, ২০২৫)

পাঠকের মতামত:

০৯ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test