E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রতিবন্ধীর বক্তব্য নেওয়া বন্ধ করুন : কামরুল ইসলাম

২০১৪ ডিসেম্বর ২৭ ১৩:১২:৫৫
প্রতিবন্ধীর বক্তব্য নেওয়া বন্ধ করুন : কামরুল ইসলাম

স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ‘প্রতিবন্ধী’ আখ্যায়িত করে তার বক্তব্য ‘সাংবাদিকদের না নেওয়ার’ জন্য অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেছেন, ‘একজন প্রতিবন্ধী কাঁথা বালিশ নিয়ে পার্টি অফিসে শুয়ে থাকেন আর ব্রিফিং করেন। আপনারা তার বক্তব্য নেওয়া বন্ধ করুন। দেখবেন আর বিএনপি থাকবে না।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার দুপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘আপনারা ভেবেছিলেন, গাজীপুরে বিএনপি তুলকালাম করে ফেলবে। কিন্তু বিএনপির হরতালে গাজীপুরে একটা কুকুরও নামে নাই। বিএনপি এখন কাগুজে সংগঠনে পরিণত হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র নেতারাও দেশের উন্নয়ন চান। কিন্তু খালেদা তাদের জন্য অভিশাপ। বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে অনেকেই সুস্থ রাজনীতিতে ফিরে আসতে চান। কিন্তু খালেদা-তারেকের খপ্পর থেকে বেরিয়ে আসতে পারেন না।’

কামরুল ইসলাম বলেন, ‘বিএনপিকে আর মাঠে নামতে দেওয়া হবে না। মাঠ আমাদের দখলে। মাঠে নামলেই গণধোলাই দেওয়া হবে।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম, সাবেক ছাত্রলীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test