E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

২০১৪ ডিসেম্বর ২৯ ১২:২১:০০
বিএনপির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

স্টাফ রিপোর্টার : ২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতালকে ঘিরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ।

সোমবার সকালে সরেজমিন দেখা যায়, ১১০ জন পুলিশ সদস্য বিএনপির কেন্দ্রীয় কার্যালায়ের সামনে অবস্থান নিয়েছেন। এ ছাড়া সেখানে পুলিশের কাভার্ড ভ্যান, রায়তকার, জলকামান চোখে পড়েছে।

এ বিষয়ে রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাইফুর রহমান বলেন, ‘হরতালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেন কোনো মিছিল-মিটিং কিংবা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে পুলিশ সতর্ক আছে। বিএনপির কোনো নেতাকর্মীকে এখানে আসতে দেওয়া হবে না।যে কোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ প্রস্তুত।’

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করে বলেছেন, ‘২০ দলীয় জোটের ডাকা সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে। এখনো পর্যন্ত কোথাও কোনো নাশকতার সৃষ্টি হয়নি। শান্তিপূর্ণভাবে হরতাল পালন হচ্ছে। মানুষের গণতন্ত্রের স্বার্থে এ হরতাল।’

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test