E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল

২০১৪ ডিসেম্বর ২৯ ১২:৫১:৫৭
আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল

স্টাফ রিপোর্টার : ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালে মাঠে নেই বিএনপি কিংবা জোটের শরীকদলগুলো। মাঠ এখন আওয়ামী লীগের দখলে।

সোমবার সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত রাজধানীর বাড্ডা, রামপুরা, মালিবাগ ও মৌচাক ঘুরে কোথায় ২০দলীয় জোটের নেতা-কর্মীদের উপস্থিতি চোখে পড়েনি। বরং ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে পূর্ব প্রস্তুতিসহকারে তাদের অবস্থান লক্ষ্য করা গেছে। সঙ্গে রয়েছে লাঠি আর হকিস্টিক।

বেলা পৌনে ১১টার দিকে মালিবাগ আবুল হোটেলের সামনে ওয়ার্ড আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল বের হয়। মিছিলটি রামপুরা থেকে আবুল হোটেল গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী অনেকেরই হাতে ছিল হকিস্টিক।
মিছিলে অংশ নেওয়া আওয়ামীকর্মী সোহেল জানান, বিএনপি হরতাল আহ্বান করে মাঠে থাকে না। আমাগো নেতারা কর্মীসহ রাজপথে নামে। তবে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী না থাকলে মিছিল করেও আনন্দ পাওয়া যায় না।

এদিকে হরতালে গণ পরিবহণসহ সকল ধরেনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তায় প্রাইভেট গাড়ির সংখ্যা হাতেগোনা।

দিনের প্রথম প্রহরে ঘন কুয়াশা ও হরতাল নিয়ে জনমনে আতঙ্ক থাকায় যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে এই সংখ্যা অনেকটা বেড়ে যায়।

বরং হরতালে রাস্তাঘাট ফাঁকা থাকার পরিবর্তে উল্টো কোন কোন জায়গায় যানজট দেখা যায়। রাজধানীর বাড্ডা-গুলশান লিংক রোড এলাকায় যানজট চোখে পড়ে। আকারে ছোট হলেও কিছুক্ষণ পর পরই এমনটা দেখা গেল।
হরতালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাস্তার মোড়ে মোড়ে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রয়েছে টহলরত পুলিশের গাড়ি।

গাজীপুরে ২০ দলের সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ২০দলীয় জোট এই হরতাল আহ্বান করে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test