E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সন্ত্রাসের পথে হাটলে পরিণতি ভয়াবহ হবে’

২০১৪ ডিসেম্বর ২৯ ১৩:১৮:২২
‘সন্ত্রাসের পথে হাটলে পরিণতি ভয়াবহ হবে’

স্টাফ রিপোর্টার : সন্ত্রাসের পথে হাটলে পরিণতি ভয়াবহ হবে বলে বিএনপির প্রতি কঠোর হুঁশিয়ারি  দিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে হরতালবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন। সম্মিলিত আওয়ামী সমর্থক জোট এই সমাবেশের আয়োজন করে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আজকেও তারা দেশে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়। গতকাল অগ্নিসংযোগ করে কয়েকজনকে দগ্ধ করেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, সন্ত্রাসের পথে হাটলে তার পরিণতি ভয়াবহ হবে। আপনারা ক্ষুদ্র স্বার্থের জন্য মানুষের জীবন নিয়ে খেলা করছেন। আপনাদের গয়েশ্বর এবং আলালের মতো পরিণতি হবে।’

তিনি বলেন, ‘বিএনপি কোনো রাজনৈতিক দল নয়। এটি দানবের দলে পরিণত হয়েছে। এই দলটির বিরুদ্ধে, দানবীয় চরিত্রের রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এরা দেশটাকে ধ্বংস করতে চায়।’

কামরুল বলেন, ‘তারেক, ফখরুল, খালেদা জিয়ার ভাষা এক এবং অভিন্ন। এরা একই সুরে কথা বলে। সুস্থ রাজনীতির জন্য গণতান্ত্রিক পরিবেশের জন্য এদের রাজনীতি থেকে বিদায় করতেই হবে। না হলে দেশে সুস্থ রাজনীতির ধারা ফিরে আসবে না।’

আইনশৃংখলা বাহিনী যেভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আমরা রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের পাশে থাকবো। রাজপথে থাকবো। কোনো অবস্থাতেই আপনারা রাজপথে নামতে পারবেন না। রাজপথ আমাদের দখলেই থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

আয়োজক জোটের চেয়ারম্যান আবদুল হক সবুজের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

(ওএস/এইচআর/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test