E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে নাশকতার আশংকায় ৪ বিএনপি কর্মী আটক

২০১৪ ডিসেম্বর ২৯ ১৭:৪৩:৩৬
নাটোরে নাশকতার আশংকায় ৪ বিএনপি কর্মী আটক

নাটোর প্রতিনিধি : গাজীপুরে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদ ও দলীয় নেতা কর্মীদের মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের ডাকা সোমবারের হরতালে নাটোরে তেমন সাড়া ছিল না। দূরপাল্লার বাস, ট্রাক চলাচল না করলেও ট্রেন, অটো রিক্সা, সিএনজি, রিক্সা ভ্যান চলাচল স্বাভাবিক ছিল। ব্যাংক,বীমা, আদালতসহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানেও স্বাভাবিক ছিল কার্যক্রম। সকালের দিকে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে শহরের দোকানপাঠ খুলতে শুরু করে। জেলার নলডাঙ্গা, সিংড়া. লালপুর, বাগাতিপাড়া  ও বড়াইগ্রাম উপজেলায় হরতালের কোন প্রভাব পড়েনি। উপজেলা সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক ছিল। আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়।

তবে হরতালে নাশকতার আশংকায় বড়াইগ্রাম থেকে ৪ বিএনপি নেতা-কর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলো তিরাইল গ্রামের আকবর আলীর ছেলে ইব্রাহিম হোসেন (২৮),বনপাড়া বাজার এলাকার নুর ইসলামের ছেলে আল আমিন (২৬),ইউসুফ আলীর ছেলে ইয়াকুব আলী (২৫) ও ছনু খার ছেলে রাসেল (২৫)। আটককৃতদের পরিবার জানায় রবিবার রাতে তাদের বাড়ি থেকে আটক করা হয়।

এদিকে হরতালের সমর্থনে সোমবার ২০ দলের নেতা কর্মীরা শহরের বিভিন্ন এলাকায় মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করে। বিএনপির নেতা কর্মীরা শহরের স্টেশন বাজার এলাকায় মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। অপরদিকে জামায়াত-শিবির কর্মীরা শহরের চকরামপুর এলাকায় মিছিল করে।

এসময় তারা সড়কের ওপর টায়ারে আগুন দিয়ে পিকেটিং করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে। পরে পুলিশ সড়কের ওপর থেকে আগুন সরিয়ে ফেলে।

(এমআর/এএস/ডিসেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test