E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপিকে তাদের মিত্র জামায়াতও বর্জন করেছে’

২০১৪ ডিসেম্বর ৩০ ১৫:১৫:১৫
‘বিএনপিকে তাদের মিত্র জামায়াতও বর্জন করেছে’

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপিকে এখন তাদের মিত্র জামায়াতও বর্জন করা শুরু করেছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি রাজনীতির ব্যাকরণ বুঝে কর্মসূচি দিন। এখন তো জামায়াতও বিএনপিকে বর্জন করতে শুরু করেছে। আপনার পাশে এখন আর কেউ থাকছে না।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার অনেক আগেই শুরু হয়েছে। আজ আজহারের ফাঁসি হয়েছে। তবে জামায়াত চাইলে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে।

সুরঞ্জিত বলেন, সোমবার বিএনপির ডাকা হরতাল ছিল হাস্যকর। যেভাবে গাড়িঘোড়া চলেছে তাতে বিএনপির হরতাল ‘পর্বতের মূসিক প্রসব’ ছাড়া আর কিছু নয়। নোয়াখালীতে একজন শিক্ষিকাকে ঢিল মেরে হত্যা করেছে বিএনপির কর্মীরা। এর দায় খালেদাতেই নিতে হবে। এটা কি সহিংসতা না।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলটির কার্যালয়ে একা ছিলেন দাবি করে তিনি বলেন, এখন তো রিজভী একা ব্রিফিং করেন। তারও তো একটা মান-সম্মান আছে।আবার হরতাল দিলে সেও (রিজভী) আর ব্রিফিং করবে না।

তিনি খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, আপনি ইস্যু হারিয়ে ফেলেছেন। তাই আপনার ছেলেকে দিয়ে যেভাবে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করিয়েছেন এটা আপনার দলের অনেক নেতারাও গ্রহণ করছেন না। এটা নিয়ে কোনো আন্দোলনও হতে পারে না।

ছেলেকে দিয়ে বঙ্গবন্ধুর নামে কটূক্তি করা থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিহাস বিকৃতি জনস্বার্থে নয়। আপনি ইস্যু হারিয়ে ফেলেছেন। এজন্য আপনি প্রত্যাখ্যাত হয়েছেন।

এসময় তিনি খালেদা জিয়াকে গঠনমূলক রাজনীতি করারও পরামর্শ দেন সুরঞ্জিত সেনগুপ্ত।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বাংলাদেশে সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য হারুন প্রমুখ।

(ওএস/এএস/ডিসম্বের ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test