E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে ছাত্রলীগ নেতাদের মিলনমেলা

২০১৫ জানুয়ারি ০৩ ২২:২৮:৩০
রায়পুরে ছাত্রলীগ নেতাদের মিলনমেলা

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নানা আয়োজনে দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার (৩ জানুয়ারী) জেলা ডাকবাংলা মিলনায়তন সাবেক ও বর্তমান ছাত্রনেতাদের মিলন মেলায় পরিনত হয়।

বিকালে রায়পুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালী প্রদক্ষিণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ আলী খোকন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার মোঃ আলতাফ হোসেন হাওলাদার, জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ ইসমাইল হোসেন খোকন, পৌর আওয়ামীলীগের আহবায়ক জামসেদ কবির বাকী বিল্লাহ্, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম স্ধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ, জেলা যুবলীগ সদস্য তানভির হায়দার চৌধুরী রিংকু, উপজেলা যুবলীগ সভাপতি কামরুল হাছান রাসেল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ হোসেন রিয়াজ, সহ সম্পাদক রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী এ্যানী, যুগ্ম সম্পাদক জুম্মান হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি পীরজাদা সোহরাব হোসেন সৌরভ, সাধারণ সম্পাদক মাহেদুর রহমার রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন বিপু, কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রাজিম, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, যুগ্ম সম্পাদক রিগান হোসেন, পৌর ছাত্রলীগের সহ সম্পাদক জাকির হোসেন মুন্না, জিয়া উদ্দিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য নানমূখী ষড়যন্ত্র চলছে। জামায়াত-শিবির পরিকল্পিত ভাবে সারা দেশে নাশকতা সৃষ্ঠির পায়তারা করছে। আর্ন্তজাতিক ট্রাইব্যুনালে দেশের সকল যুদ্ধাপরাধী ও মানবতা বিরোধীদের বিচার কার্যক্রম তরান্বিত করতে ছাত্রলীগকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বক্তারা দেশ গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য ছাত্রলীগের সকল নেতাকর্মীকে একসাথে আরও আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।

(পিকেআর/পি/জানুয়ারি ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test