E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘প্রশাসন হয়ত সমাবেশের অনুমতি দেবে।’

২০১৫ জানুয়ারি ০৪ ১৫:১২:৪৩
‘প্রশাসন হয়ত সমাবেশের অনুমতি দেবে।’

স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীন আওয়ামী লীগ গণতন্ত্রের বিজয় দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে সমাবেশ করার ব্যাপারে এখনও আশাবাদী।

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রবিবার দুপুরে অনির্ধারিত এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ আশাবাদ ব্যক্ত করেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, ‘আমরা এখনও আশাবাদী প্রশাসন হয়ত সমাবেশের অনুমতি দেবে।’ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।

হানিফ বলেন, ‘কর্মসূচি সফল করতে আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরাও উজ্জীবিত। তারা আগামীকাল সমাবেশস্থলে উপস্থিত থাকবেন। এ মূহূর্তে শুনলাম, প্রশাসন ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এখনও আশা করি, ঢাকা শহরে যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, কর্তৃপক্ষ আছে তারা আগামীকাল আমাদের সমস্ত কর্মসূচি পালন করার অনুমতি দেবে। সেই বিশ্বাস এখনও আমাদের আছে।’

তিনি বলেন, ‘আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আমরা চেষ্টা করব প্রশসানের সঙ্গে কথার বলার। প্রশাসন যদি তাদের সিদ্ধান্ত বহাল রাখে। তাহলে দলের পক্ষ থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।’

বিএনপির আচরণে দুঃখ প্রকাশ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘খুবই দুর্ভাগ্যজনক। আপনারা জানেন, এক মাস আগে আমরা এ কর্মসূচি দিয়েছিলাম। একটি রাজনৈতিক দলের পূর্বনির্ধারত কর্মসূচি পরিকল্পিতভাবে নসাৎ ও ভণ্ডুল করার জন্য বিএনপি-জামায়াত ১৫ দিন পরে তাদের কর্মসূচি ঘোষণা করেছে। এটা তাদের পরিকল্পিত।’

তিনি আরও বলেন, ‘এটা তাদের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ। এরা কখনও গণতন্ত্রের প্রতি বিশ্বাসী না। এরা কখনও আইনের প্রতি শ্রদ্ধাশীল না, এরা কখনও কোনো রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাশীল না। বিএনপি এটা আরেকবার প্রমাণ করল।’

নিষেধাজ্ঞা জারির মধ্যে বিএনপি সুবিধা নিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা তো এটাই চেয়েছিল। কারণ তাদের সাংগঠনিক শক্তি নেই। বিএনপি এখন কাগুজে বাঘ, মিডিয়া বাঘ। তারা মিডিয়াতে বসে হুঙ্কার দেয়।’

তিনি বলেন, ‘তারা মিথ্যাচারে পারদর্শী। কালকে দেখেন রিজভী পার্টি অফিসে অসুস্থ। পার্টি অফিসে বসে একটা লোক অসুস্থ। দলের একটা লোক ছিল না, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার। আইনশৃঙ্খলা বাহিনী মানবিক কারণে তাকে হাসপাতালে নিয়ে গেছে। সেটাও উনি ফলাও করে বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী নাকি তাকে আটক করেছে।’

শনিবার রাত থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে অবরুদ্ধ কি না এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘কে অবরুদ্ধ? আমরা এতটুকু জানি। চারদিকে নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে, তার নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খরা বাহিনী তার নিরাপত্তা জোরদার করেছে।’

বৈঠকে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব- উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামীম, আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ ছাড়া সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

৫ জানুয়ারি সরকারের এক বছর পূর্তিতে উপলক্ষে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করার প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপিও। ওই দিন রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণা থেকে রাজনৈতিক উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

(ওএস/এএস/জানুয়ারি ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test