E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশের সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

২০১৫ জানুয়ারি ১৪ ১৬:৪৩:৪১
‘দেশের সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন বলেছেন, বেগম খালেদা জিয়া নিজেই নিজেকে অবরুদ্ধ করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছেন। আন্দোলনের নামে সারাদেশে হরতাল-অবরোধ ডেকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। জঙ্গীবাদি ষ্টাইলে বিএনপি-জামায়াত রাজপথে তান্ডবলীলায় মেতে উঠেছে।

যানবাহন, ভাঙচুর, অগ্নিসংযোগ, বোমা হামলা করে দেশের মানুষের জানমালের ক্ষতি সাধন করছে। দেশের সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, বিএনপিজোটের কর্মসুচিতে সাধারণ মানুষের কোন সমর্থন নেই। হরতাল-অবরোধ প্রত্যাখান করে শান্তিপ্রিয় জনতা রাজপথে নেমেছে। বিএনপি তাদের অযৌক্তিক কর্মসূচি অব্যহত রাখলে সাধারণ মানুষ ঘরে বসে থাকবে না। দেশপ্রেমিক জনতার প্রতিরোধের মুখে নিশ্চি‎হ্ন হয়ে যাবে জঙ্গীবাদি সন্ত্রাসীরা। সকল অপকর্ম মোকাবেলায় তিনি নেতাকর্মীদের রাজপথে প্রতিরোধ গড়ার আহবান জানান।

তিনি বুধবার বেলা সাড়ে ১২ টায় দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা আওয়ামী লীগের সমাবেশে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন। সারাদেশে বিএনপিজোটের হরতাল-অবরোধের নামে নৈরাজ্যের প্রতিবাদে মিছিল শেষে সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রদীপ কুমার রায়, শাহরিয়ার আরিফ ওপেল, এসএম শাজাহান, এড. শফিকুল আলম আক্কাস, এএইচ আজম খান, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, এড.জাকির হোসেন নবাব, শেখ শামীম, ওবায়দুল হাসান ববি, সুলতান মাহমুদ খান রনি, শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, সাজেদুর রহমান সাহীন, আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, তারাজুল ইসলাম, মশিউর রহমান মন্টি, আসলাম হোসেন, স্বপন মিয়া, আরিফুর রহমান আরিফ, মহিদুল ইসলাম প্রমুখ। এর আগে বিশাল মিছিল শহর প্রদক্ষিন করে।

(এএসবি/এএস/জানুয়ারি ১৪, ২০১৫)

†`‡ki m¤ú` web÷Kvix‡`i weiæ‡× iæ‡L `uvov‡Z n‡e -ggZvR

e¸ov cÖwZwbwa: e¸ov †Rjv AvIqvgxjx‡Mi mfvcwZ AvjnvR¡ ggZvR DwÏb e‡j‡Qb, †eMg Lv‡j`v wRqv wb‡RB wb‡R‡K Aeiæ× K‡i ivR‰bwZK dvq`v nvwm‡ji †P÷v Ki‡Qb| Av‡›`vj‡bi bv‡g mviv‡`‡k niZvj-Ae‡iva †W‡K Aw¯’wZkxj cwi‡ek m„wó K‡i‡Q| R½xevw` ÷vB‡j weGbwc-RvgvqvZ ivRc‡_ ZvÛejxjvq †g‡Z D‡V‡Q| hvbevnb, fvOPzi, AwMœms‡hvM, †evgv nvgjv K‡i ‡`‡ki gvby‡li Rvbgv‡ji ÿwZ mvab Ki‡Q| †`‡ki m¤ú` web÷Kvix‡`i weiæ‡× iæ‡L `uvov‡Z n‡e| wZwb e‡jb, weGbwc‡Rv‡Ui Kg©mywP‡Z mvaviY gvby‡li †Kvb mg_©b †bB| niZvj-Ae‡iva cÖZ¨vLvb K‡i kvwšÍwcÖq RbZv ivRc‡_ †b‡g‡Q| weGbwc Zv‡`i A‡hŠw³K Kg©mywP Ae¨nZ ivL‡j mvaviY gvbyl N‡i e‡m _vK‡e bv| †`k‡cÖwgK RbZvi cÖwZ‡iv‡ai gy‡L wbwðý n‡q hv‡e R½xevw` mš¿vmxiv| mKj AcKg© †gvKv‡ejvq wZwb †bZvKgx©‡`i ivRc‡_ cÖwZ‡iva Movi Avnevb Rvbvb|

wZwb eyaevi †ejv mv‡o 12 Uvq `jxq Kvh©vj‡qi mvg‡b e¸ov †Rjv AvIqvgxjx‡Mi mgv‡e‡k mfvcwZi e³‡e¨ K_v¸‡jv e‡jb| mviv‡`‡k weGbwc‡Rv‡Ui niZvj-Ae‡iv‡ai bv‡g ˆbiv‡R¨i cÖwZev‡` wgwQj †k‡l mgv‡e‡k Av‡iv e³e¨ iv‡Lb cÖ`xc Kzgvi ivq, kvnwiqvi Avwid I‡cj, GmGg kvRvnvb, GW. kwdKzj Avjg Av°vm, GGBP AvRg Lvb, iwd †bIqvR Lvb iweb, Avey mywdqvb mwdK, Avmv`yi ingvb `yjy, mvMi Kzgvi ivq, GW.RvwKi †nv‡mb beve, †kL kvgxg, Ievq`yj nvmvb ewe, myjZvb gvngy` Lvb iwb, ïfvkxl †cvÏvi wjUb, Avwgbyj Bmjvg Wvejy, mv‡R`yi ingvb mvnxb,Avj ivwR Ry‡qj, gvkivwd wn‡iv, ZvivRyj Bmjvg, gwkDi ingvb gw›U, Avmjvg †nv‡mb, ¯^cb wgqv, Avwidzi ingvb Avwid, gwn`yj Bmjvg cÖgyL| Gi Av‡M wekvj wgwQj kni cÖ`wÿb K‡i|

Avãym mvjvg evey, e¸ov|

14.1.15/01818346610

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test