E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণভবন থেকে ফিরে গেলেন বঙ্গবীরের স্ত্রী

২০১৫ ফেব্রুয়ারি ১০ ২১:৩২:৫২
গণভবন থেকে ফিরে গেলেন বঙ্গবীরের স্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস ভবন গণভবনের গেইট থেকে ফিরে গেলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী।

মঙ্গলবার সকালে সাক্ষাতের জন্য ছেলে-মেয়েসহ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যান নাসরিন সিদ্দিকী। তবে প্রধানমন্ত্রী গণভবনে না থাকায় তার সঙ্গে দেখা করতে পারেননি কাদের সিদ্দিকীর স্ত্রী। তিনি আসার আগেই একনেকের বৈঠকে যোগ দিতে গণভবন থেকে বেরিয়ে যান প্রধানমন্ত্রী।

কাদের সিদ্দিকীর রাজপথে অবস্থান কর্মসূচিতে পুলিশি হয়রানির প্রতিকার চাইতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছিলেন তিনি। এ সময় কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সচিব ফরিদ আহমেদ, যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল ও ছাত্র আন্দোলনের আহ্বায়ক রিফাতুল ইসলাম দ্বীপও সেখানে উপস্থিত ছিলেন।

প্রায় ২০ মিনিট গণভবনের গেটে অবস্থান করে আবার মোহাম্মদপুরের বাসায় ফিরে যান নাসরিন সিদ্দিকী। ফিরে যাওয়ার সময় নাসরিন সিদ্দিকী বলেন, আমি এখন কিছু বলব না। আমার স্বামীর সঙ্গে কথা বলে আপনাদের সবকিছু জানানো হবে।

প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য সময় চেয়ে কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকীর মাধ্যমে শনিবার প্রধানমন্ত্রীর দফতরে চিঠি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

দেশের বর্তমান সংকট থেকে পরিত্রাণের লক্ষ্যে আলোচনায় বসতে এবং অবরোধ প্রত্যাহারের দাবিতে গত ১৪ দিন ধরে রাজপথে অবস্থান করছেন কাদের সিদ্দিকী। শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে গেলে মতিঝিল থানা পুলিশ তার বসার চকি ও অন্যান্য সরঞ্জাম নিয়ে যায়। সেদিন থেকে ফুটপাতের ওপর পাটি বিছিয়েই কাদের সিদ্দিকী তার কর্মসূচি অব্যাহত রেখেছেন। মঙ্গলবারও এ অবস্থান কর্মসূচি পালন করেছেন কাদের সিদ্দিকী।

(ওএস/অ/ফেব্রুয়ারি ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test