E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যে মানুষগুলোর জন্য রাজনীতি তাদেরকেই হত্যা !

২০১৫ ফেব্রুয়ারি ১৭ ১৪:০৫:৪৭
যে মানুষগুলোর জন্য রাজনীতি তাদেরকেই হত্যা !

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ খুন করে বা মানুষের লাশ নিয়ে এ অপরাজনীতি বন্ধ করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আহবান জানিয়েছেন।

এবারের পেট্রোল বোমা, ককটেল, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা ও সন্ত্রাস-সহিংসতা এবং একাত্তরের গণহত্যা-বর্বরতা, পঁচাত্তরের নৃশংস হত্যাকাণ্ড ও একুশে আগস্ট গ্রেনেড হামলার হত্যাযজ্ঞ একই ধরনের বলে উল্লেখ করে তিনি আরও বলেছেন, যে মানুষগুলোর জন্য রাজনীতি তাদেরকেই হত্যা করা, এ কোন ধরনের রাজনীতি? কাদের জন্য রাজনীতি?
এ জঘন্য অপরাধ, নৃশংসতা, বীভৎসতা, গণহত্যা চালিয়ে কি অর্জন হচ্ছে বলেও প্রশ্ন তোলেন তিনি।

চলমান হরতাল-অবরোধে বিএনপি-জামায়াতের নৃশংসভাবে পুড়িয়ে মানুষ হত্যা ও সহিংসতা নিয়ে খণ্ডচিত্র প্রদর্শন ও আলোচনা সভায় বক্তব্য দানকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার জাতীয় যাদুঘর মিলনায়তনে এ প্রদর্শন অনুষ্ঠিত হচ্ছে।

‘বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও লুণ্ঠিত মানবতা’ শীর্ষক একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এ অনুষ্ঠানে। এছাড়া বিএনপি-জামায়াতের হত্যা-সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের চিত্র তুলে ধরে বিভিন্ন আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে জাতীয় যাদুঘরের নিচতলার গ্যালারিতে।

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

চলমান হরতাল-অবরোধে নৃশংসভাবে পুড়িয়ে মানুষ হত্যা ও সহিংসতা নিয়ে তথ্যচিত্র প্রদর্শনীতে বক্তব্য দানকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার জাতীয় যাদুঘর মিলনায়তনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপি নেত্রীকে এ ধরনের হত্যা বন্ধ করার অনুরোধ জানানোর পাশাপাশি এটা প্রতিরোধে সাধারণ মানুষকে এগিয়ে আসারও আহবান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার এ বর্বরতা বন্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে, সাধারণ মানুষও প্রতিরোধ করছে। সন্ত্রাসীদের হাতেনাতে আটক করে পুলিশে দিচ্ছে। এভাবেই স্বাধীনতায় বিশ্বাসী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মানুষকে পুড়িয়ে হত্যা-নৃশংসতা রুখে দিতে হবে।

শেখ হাসিনা আরও বলেন, যে মানুষগুলোর জন্য রাজনীতি সে মানুষগুলোর ওপর হামলা- পুড়িয়ে হত্যা, এটা কী ধরনের রাজনীতি? আগুন দিয়ে পেট্রোল বোমা দিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলা হচ্ছে, কী অপরাধ তাদের? কাদের জন্য আমরা কাজ করি? আমি এর কোনো সংজ্ঞা পাই না।

মানুষের জীবন নিয়ে খেলে, মানুষের পুড়িয়ে মেরে এ হত্যাযজ্ঞের মধ্যে কী লাভ হচ্ছে, তা আমার বোধগম্য নয়।

প্রধানমন্ত্রী বলেন, আজ যারা স্বজন হারিয়েছেন, তাদের যন্ত্রণা আমি বুঝি। যারা অগ্নিদগ্ধ হয়েছেন, তাদের এ যন্ত্রণা যাবে না। একুশে আগস্ট আমাদের রাজনীতিবিদদের ওপর হামলা চালানো হয়েছে। কিন্তু এখন রাজনীতিবিদ ছাড়াও সাধারণ মানুষের ওপর হামলা চালানো হচ্ছে।

আমরাও আন্দোলন করেছি। জনগণকে নিয়ে আন্দোলন করেছি। মানুষকে কষ্ট দেইনি, পুড়িয়ে মারিনি বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালের নির্বাচনের পরও নৃশংস বর্বরতা, মানুষ হত্যার উৎসব করেছে বিএনপি-জামায়াত। সেইসব সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে গেছে। তারা আবারও সাধারণ মানুষের ওপর নারকীয় হামলা চালাচ্ছে।

আমরা ওই সময়কার অপরাধের জন্য তাদের ওপর প্রতিশোধ নিতে তো যাইনি। বরং তারাই এখন জনসমর্থন হারিয়ে, আন্দোলনে সাড়া না পেয়ে সাধারণ মানুষের ওপর প্রতিশোধ নিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক ও দেশের বিশিষ্ট নাগরিকদের সামনে ‍পেট্রোল বোমার আগুনে পুড়ে নিহতদের স্বজন ও অগ্নিদগ্ধরা তাদের যন্ত্রণার কথা তুলে ধরেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test