E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘খালেদা জিয়ার খাবার সরবরাহে বাধা দেওয়া উচিত হচ্ছে না’

২০১৫ ফেব্রুয়ারি ১৭ ১৫:১২:৩৯
‘খালেদা জিয়ার খাবার সরবরাহে বাধা দেওয়া উচিত হচ্ছে না’

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, খালেদা জিয়ার খাবার সরবরাহে বাধা দেওয়া উচিত হচ্ছে না। সরকার যেটা করছে তা অবৈধ। এতে সরকারের বদনাম হচ্ছে।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষের সামনে প্রতীকী অনশন কর্মসূচিতে সংহতি জানাতে এসে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার খাবার সরবরাহে বাধা দেওয়ার প্রতিবাদে আইনজীবী সমিতি এ প্রতীকী অনশনের আয়োজন করে।

ব্যারিস্টার রফিক-উল হক বলেন, খালেদা জিয়াকে স্বাভাবিক জীবন যাপন করতে দেওয়া উচিত। সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রের ২৫ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের অন্ন, বস্ত্র, চিকিৎসার অধিকার রয়েছে বলে তিনি জানান।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, খালেদা জিয়ার খাবার সরবরাহে বাধা দিয়ে সরকার মানবাধিকারের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

তিনি সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে খালেদার কার্যালয়ে খাবার সরবরাহ, নেতা-কর্মীদের দেখা করার অনুমতি না দিলে ভয়াবহ পরিণতি হবে।

তিনি বলেন, বাংলার মানুষ একবার জেগে উঠলে তাদের দমানো যায় না।

খালেদা জিয়া যে আন্দোলনের ডাক দিয়েছেন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তা চলবে।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, খালেদা জিয়া যে আন্দোলনের ডাক দিয়েছেন এই আন্দোলন স্বাধীনতার পর যত আন্দোলন হয়েছে তা থেকে ব্যতিক্রম।

শান্তিপূর্ণ আন্দোলনেই সরকারের গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

পরে ব্যারিস্টার রফিক-উল হক অনশনরত আইনজীবীদের পানি পান করান।
এ সময় ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ফরিদুজ্জামান ফরহাদ, নাসরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test