E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘খালেদাকে গ্রেফতার করলে নৈরাজ্য বন্ধ হবে’

২০১৫ ফেব্রুয়ারি ১৮ ১২:৪৫:৪৯
‘খালেদাকে গ্রেফতার করলে নৈরাজ্য বন্ধ হবে’

স্টাফ রিপোর্টার : খালেদা জিয়াকে গ্রেফতারের দাবি জানিয়ে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, খালেদা জিয়াকে গ্রেফতার করলে নৈরাজ্য বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, অধিকার আদায়ের নামে যা হচ্ছে, তা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড। ১৯১৩ সালে ৫৫ জন মটর শ্রমিককে একইভাবে হত্যা করা হয়েছে। ২০১৫ সালে করা হয়েছে ৬০ জন। ৭১ সালে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারিনি।
বিচার বানচাল করতে এগুলো করা হচ্ছে বলে মন্তব্য করেন শাজাহান খান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধামন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

সহিংসতার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টায় মতিঝিলের শাপলা চত্বরে পতাকা মিছিল করা হবে বলে  জানানো হয়।
 
শতাধিক ট্রাক নিয়ে র‌্যালি সারা শহর প্রদক্ষিণ শেষে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে শেষ হবে বলে জানান শাজাহান খান।

জিহাদী জঙ্গি গ্রুপ আইএস (ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া) এবং খালেদা জিয়া একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বুধবার সকালে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে চলমান সহিংসতা বন্ধের দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মানববন্ধন ও ট্রাক র‌্যালীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আশরাফ বলেন, বিএনপি-জামায়াত এবং খালেদা জিয়া দেশে যা কিছু করছে, এটাকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে উপলদ্ধি করতে হবে। বাংলাদেশে আন্দোলনের নামে যা হচ্ছে প্যারিস, লিবিয়া, ডেনমার্কে আক্রমণ একই সূত্রে গাঁথা।

তিনি বলেন, আল-কায়েদা, আইএস-এর মতো খালেদা জিয়াও একই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। হরতাল-অবরোধের নামে যা হচ্ছে তা সন্ত্রাসী কর্মকাণ্ড। এ কর্মকাণ্ডকে পরাজিত করতে হবে। না হলে মানব সভ্যতা থাকবে না।

(ওএস/পিবি/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test