E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বোমাবাজদের মেরে মাটির সাথে  চ্যাপ্টা করে দেওয়া হবে

২০১৫ ফেব্রুয়ারি ২১ ১৩:৩৩:২৫
বোমাবাজদের মেরে মাটির সাথে  চ্যাপ্টা করে দেওয়া হবে

স্টাফ রিপোর্টার : বোমাবাজদের যেখানেই পাওয়া যাবে তাদের ‘মেরে মাটির সাথে চ্যাপ্টা করে’ দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী।

শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপনে এতিম ও প্রতিবন্ধীদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চা-শ্রমিকদের মধ্যে এককালীন আর্থিক অনুদান বিতরণের সময় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘বোমাবাজ যারা আছে, পেট্রোলবোমা মারছে। যেখানে যার খবর পাবেন, সাথে সাথে প্রশাসনকে খবর দেবেন। আর লুকিয়ে রাখলে আপনিও শাস্তি পাবেন। তাই যাদেরকে যেভাবে পাওয়া যায়, ওই রকম বোমাবাজদের মেরে মাটির সাথে চ্যাপ্টা করে দিবেন। লাশের আর দরকার নেই। ওদের লাশ এখন দরকার আমাদের।’

এ সময় মহসীন আলী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও সমালোচনা করেন। তিনি বলেন, ‘ক্ষমতাচ্যুত করার জন্য খালেদা জিয়া এবং তাঁর ২০-দলীয় জোট আমাদের পেছনে লেগে আছে অর্থনীতির চাকাকে পেছনে ঘোরাবার জন্য। কিন্তু আমরা সারা বাংলার মানুষ বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমরা এইভাবে ঐক্যবদ্ধ যে, খালেদা জিয়ার গায়ে এখন পেট্রোল ঢেলে আগুন জ্বালাবার সময় চলে এসেছে। আর মানুষের পোড়া গন্ধ আমরা সহ্য করতে চাই না। তাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে খালেদা জিয়া ও তাঁর ২০ দলকে আমরা মোকাবিলা করি এবং জননেত্রীর হাতকে শক্তিশালী করি।’

জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিহির কান্তি দেব মিন্টু, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অরবিন্দ সেনগুপ্ত প্রমুখ।

পরে মন্ত্রী জেলার চা-শ্রমিকদের মধ্যে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে এক কোটি টাকার অনুদান দেন।
(ওএস/পিবি/ফেব্রুয়ারি ২১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test