E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নগরীতে কয়েকটি গাড়ি চললে দেশের পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে না’

২০১৫ ফেব্রুয়ারি ২৩ ১৫:২৪:২৯
‘নগরীতে কয়েকটি গাড়ি চললে দেশের পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে না’

স্টাফ রিপোর্টার : সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেছেন, নগরীতে শুধু কয়েকটি গাড়ি চললে দেশের পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে না।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

গণতন্ত্র ‘পুনরুদ্ধার’, ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ ও সহিংসতা বন্ধ, দ্রুত সংলাপ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সম্মিলিত পেশাজীবী পরিষদ এ সমাবেশের আয়োজন করে।

২০ দলীয় জোটের হরতাল-অবরোধে সহিংসতার ঘটনায় নিহতদের তালিকা সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে টানিয়ে দিয়ে আসেন শিল্পী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

তাদের উদ্দেশে রুহুল আমিন গাজী বলেন, ‘আপনারা বেগম খালেদা জিয়ার কার্যালয়ে গুম-খুনের তালিকা না টানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে টানান। আপনারা তো আর শিল্পী হিসেবে নেই আপনারা এখন দলীয় কর্মীতে পরিণত হয়েছেন।’

তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র নেই। ৫ জানুয়ারির নির্বাচন সব শেষ হয়ে গেছে। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। পেট্রোলবোমা ও ক্রসফয়ারে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। একতরফা নির্বাচনের মাধ্যমে কোনো সরকার ক্ষমতায় এসে থাকতে পারেনি। এরশাদ থাকতে পারেনি। এই সরকারও ২০১৯ সাল পযর্ন্ত ক্ষমতায় থাকতে পারবে না।

তিনি বলেন, পেট্রোলবোমা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। নগরীতে শুধু কয়েকটি গাড়ি চললে দেশের পরিস্থিতি স্বাভাবিক বলা যাবে না।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) একাংশের সভাপতি শওকত মাহমুদ বলেন, সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়ে কোনো সরকার টিকে থাকেনি। এই সরকারও টিকে থাকতে পারবে না। আজকে মিডিয়াকে ভয় দেখানোর জন্য সম্পাদককে গ্রেফতার করা হচ্ছে। জনগণকে প্রকৃত ঘটনা থেকে দূরে রাখার জন্যই মিডিয়ার কণ্ঠরোধ করা হচ্ছে।

তিনি বলেন, ক্রসফায়ারের নামে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। অথচ পেট্রোলবোমাসহ ১৯ জন ধরা পড়লো তাদের কোনো বিচার করা হচ্ছে না।

এসময় আরো উপস্থিত ছিলেল, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ড্যাবের সভাপতি প্রফেসর আজিজুল ইসলাম ও ড্যাবের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test