E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শিগগিরই খালেদা জিয়াকে কাঠগড়ায় দাঁড়াতে হবে’

২০১৫ মার্চ ০৩ ১৭:৪০:২৫
‘শিগগিরই খালেদা জিয়াকে কাঠগড়ায় দাঁড়াতে হবে’


লক্ষ্মীপুর প্রতিনিধি : হরতাল-অবরোধের নামে মানুষ হত্যার দায়ে শিগগিরই বেগম খালেদা জিয়াকে কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিগত বিএনপি সরকারের আমলে তারেক রহমান হাওয়া ভবন তৈরি করে টেন্ডারবাজি, সন্ত্রাসী ও দেশে জঙ্গিবাদ তৈরি করেছিল। আর বর্তমানে বিএনপি-জামায়াত হরতাল ও অবরোধ নামে মানুষ হত্যায় মেতেই উঠেছে। খুব শিগগিরই বেগম খালেদা জিয়াকে মানুষ হত্যার দায়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে হানিফ বলেন, প্রথিবীর কারোরই শক্তি নেই যুদ্ধাপরাধের বিচার বন্ধ করবে। ইনশাআল্লাহ সব যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগ সরকারের আমলেই শেষ হবে।

জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, আইন বিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, সুজিদ রায় চৌধুরী এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি এমপি, রামগতি আসনের এমপি মো. আবদুল্লাহ, লক্ষ্মীপুর সদর আসনের এমটি শাহাজান কামাল, পৌর মেয়র এম এ তাহের প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে মাহাবুব-উল আলম হানিফ আরও বলেন, ধর্মকে ব্যবহার করে জামায়াত সারাদেশে সহিংসতা চালাচ্ছে। ইসলাম শান্তির ধর্ম অথচ এ ধর্মকে ব্যবহার করে জামায়াত হাত ও রগ কাটা শুরু করেছে। বেগম খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়ে সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। এ সকল প্রতিরোধ করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে।

এ সময় তিনি পেট্রোলবোমা মেরে মানুষ হত্যাকারীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সন্ধ্যায় কাউন্সিলের মাধ্যমে নতুন জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার কথা রয়েছে।


এদিকে এক যুগ পর লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি প্রার্থী পৌর মেয়র এম এ তাহেরের পক্ষ রায়পুর উপজেলা আ.লীগ, পৌর আ.লীর, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ২ হাজার নেতাকর্মী নিয়ে একটি বিশাল মিছিল করে যোগ দেওয়া হয়েছে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে।

দলীয় সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এম আলাউদ্দিনকে সভাপতি ও মিজানুর রহিমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

(এমআরএস/এএস/মার্চ ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test