E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘যারা কর্মসূচী দিচ্ছে, তারাই মানছেন না’

২০১৫ মার্চ ০৬ ১৮:৫৪:১৩
‘যারা কর্মসূচী দিচ্ছে, তারাই মানছেন না’

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে বিদেশে দেশের ভাবমূর্তির উপর হামলা করা হচ্ছে। তিনি বলেন, যারা হরতাল আহবান করেছেন তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে, যানবাহনগুলো রাস্তায় চলছে। তারাই যেখানে তাদের কর্মসূচী মানছেন না, সেখানে সাধারণ মানুষ তাদের কর্মসূচী কী করে মানবেন। এ থেকে আমাদের ফিরে আসতে হবে। তিনি বলেন, সড়ক পরিদর্শণ করতে এসে বেশ কয়েকটি জায়গায় আমি যানজটে পড়েছি।

মন্ত্রী শুক্রবার বিকালে জয়দেবপুর থেকে ভালুকা পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আগামী জুন মাসে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ফোর লেনের কাজ শেষ হবে। ইতিমধ্যে সড়কের ৯৬ শতাংশ কাজ শেষ হয়েছে। এ সড়কের মাওনা চৌরাস্তা ফ্লাইওভার এপ্রিলের প্রথম সপ্তাহে যানবাহন চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হবে।

জয়দেবপুর থেকে ভালুকা পর্যন্ত সেনাবাহিনী যে কাজটি করছে তা মে মাসে শেষ হবে। তারা ইতিমধ্যে কাজের ৭৬ শতাংশ শেষ করেছে। সেনাবাহিনী এ সড়কের প্রথম দুটি প্রকল্প তদারকি করছে। বাকি দুটি প্রকল্প জেনারেল কন্ট্রাক্টর তদারকি করছে। তাদের ওই অংশটুকু মে মাসের মধ্যে শেষ হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ফোর লেনের প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো: হাফিজুর রহমান, সওজের ঢাকা ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব আহম্মেদ খান, ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাহাব উদ্দিন খান, সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মেজর তামিম, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান, উপ বিভাগীয় প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রমুখ।

(এসএএস/এএস/মার্চ ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test