E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শনিবার গোসাইরহাট উপজেলা আ’লীগের সম্মেলন

২০১৫ মার্চ ২৭ ১৫:৫৫:১৭
শনিবার গোসাইরহাট উপজেলা আ’লীগের সম্মেলন

শরীয়তপুর প্রতিনিধি : দীর্ঘ ২০ বছর পর আগামীকাল শনিবার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের। সম্মেলনকে  ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে এক উৎসবের আমেজ বিরাজ করছে। ১৯৯৬ সালে সর্বশেষ সম্মেলনের মাধ্যমে এই উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল। এরপর ২০০৩ ও ২০০৬ কমিটি পরিবর্তন হলেও সেখানে কোন সম্মেলন বা কাউন্সিল অনুষ্ঠিত হয়নি।

শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে প্রয়াত আওয়ামী লীগ নেতা তৎকালিন পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক এক আড়ম্বরপূর্ণ সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করে দিয়েছিলেন। ওই কমিটিতে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন দেওয়ানকে সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছিল। এরপর ২০০৩ সালে রাজনৈতিক পট-পরিবর্তনের পর জসিম-বাচ্চুর কমিটি বিলুপ্ত করে ঢাকার নাখাল পাড়ায় এমপি হোষ্টেলে বসে ফজলুর রহমান ঢালীকে সভাপতি এবং সৈয়দ নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করেন আব্দুর রাজ্জাক। ২০০৬ সালে কোন রকম সম্মেলন না করেই গোসাইরহাটে একটি বর্ধিত সভায় একই কমিটি বহাল রাখা হয়। ২০১৪ সালের উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিস্কার করে জেলা আওয়ামী লীগ। এরপর সভাপতির পদটি গত একবছর শুন্য ছিল। দীর্ঘ প্রায় ২০ বছর পর সম্পূর্ণ নতুন উদ্দীপনায় সম্মেলনের মাধ্যমে একটি নতুন কমিটি উপহার পাচ্ছে দলীয় নেতা-কর্মীরা।

স্থানীয় সূত্রগুলো থেকে জানা গেছে, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতির জন্য লড়ছেন বর্তমান জ্যেষ্ঠ সহ-সভাপতি শাহজাহান ঢালী, উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামুল হক টিটু। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাসির উদ্দিন স্বপদে বহাল থাকছেন। কারণ সাধারণ সম্পাদকের পদে অন্য কেউ প্রতিদ্বন্দিতা করছেন না। দলের সিনিয়ররা মনে করছেন, সংগঠনকে সুসংগঠিত করার জন্য উপজেলার সাবেক সভাপতি ও বর্তমান জেলা কমিটির সহ-সভাপতি , সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন দেওয়ানকে সভাপতি পদে পুন:বহাল করা হতে পারে। তবে, দলীয় কাউন্সিলর বা ডেলিগেটদের মতামতের চেয়ে স্থানীয় সাংসদ ও প্রয়াত আব্দুর রাজ্জাকের পুত্র নাহিম রাজ্জাকের সিদ্ধান্তই এ ক্ষেত্রে সব চেয়ে বেশি প্রাধান্য পাবে।

গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন বলেন, দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আমরা সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এ সম্মেলনে উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ১০টি ইউনিট থেকে ২০৪জন কাউন্সিলসহ কয়েক শত ডেলিগেটবৃন্দ উপস্থিত থাকবেন। সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শরীয়তপুর- ১ আসনের সাংসদ বি,এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, কেন্দ্রীয় নেতা এ,কে,এম এনামুল হক শামীম, স্থানীয় সাংসদ নাহিম রাজ্জাক, সংরক্ষিত আসনের সাংসদ এ্যাডভোকেট নাভানা আক্তারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। তিনি আরো বলেন, সম্মেলনকে ঘিরে সাধারণ নেতা-কর্মী ও পদ প্রত্যাশীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা চাই সম্পূর্ণ শান্তি শৃংখলার মধ্য দিয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে।

(কেএনআই/এএস/মার্চ ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test