E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘লেভেল প্লেয়িং ফিল্ড করা বিএনপির মুখের বুলি’

২০১৫ এপ্রিল ১৬ ১৬:১০:০৫
‘লেভেল প্লেয়িং ফিল্ড করা বিএনপির মুখের বুলি’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করার বিএনপির যে দাবি, এটা বিএনপির মুখের বুলি। অতীতে ৯টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে। ওই সময়ও বিএনপি একই দাবি করেছিল। ৯টি সিটি কর্পোরেশন থেকে ৭টিতে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছে। এসব অবান্তর অভিযোগ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ৮ লেন মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

এসময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা সড়ক সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ মো. মুছা, নারায়ণগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী রৌশনী এ ফাতেমা, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকির আলম, মো. জাফরুজ্জামান চৌধুরী, মো. নজরুল ইসলাম প্রমুখ।

মন্ত্রী আরও বলেন, নির্বাচনী ব্যয়ে অনিয়ন্ত্রিত অর্থ ব্যবহার নির্বাচন কমিশন যদি বন্ধ করতে না পারে তাহলে ভবিষতে সৎ ও যোগ্য লোক নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ হারাবে।

তিনি আরো বলেন, এ পর্যন্ত ৮ লেন মূল সড়ক ১২৬ কিলোমিটার কাজ শেষ হয়েছে। এছাড়া ১৪ বাইপাস সড়কের ২৫ কিলোমিটার কাজ শেষ হয়েছে। ২৩টি সেতুর মধ্যে ১৯ সেতুর কাজ শেষ করা হয়েছে।

এসময় মন্ত্রী নারায়ণগঞ্জ সওজের এক উপ-সহকারী প্রকৌশলীকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভৎসনা করেন। তাকে শেষ বারের মতো সতর্ক করেন তিনি। ভবিষ্যতে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

(ওএস/এএস/এপ্রিল ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test