E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ও বর্জন প্রশ্নবিদ্ধ’

২০১৫ মে ০৩ ১৫:০১:৪৫
‘নির্বাচনে বিএনপির অংশগ্রহণ ও বর্জন প্রশ্নবিদ্ধ’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাঝপথে বিএনপির রহস্যজনক বর্জনেই সিটি নির্বাচনে তাদের অংশগ্রহণকে প্রশ্নবিদ্ধ করেছে।

রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর-রাধিকা সড়ক পরিদর্শন শেষে উপজেলা সদরের ডাকবাংলোতে সাংবাদিকদের এসব কথা বলেন। সিটি নির্বাচন সম্পর্কে তিনি আরও বলেন, ‘সিটি নির্বাচন সুষ্ঠু না হলে বর্জনের পরেও বিএনপি কীভাবে সবকটি এলাকায় এত ভোট পেল তা প্রশ্ন থেকে যায়। স্থানীয় নির্বাচন নিয়ে জাতিসংঘসহ কয়েকটি দেশের যে মাতামাতি তা নজিরবিহীন।’

এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম, নবীনগরের সংসদ সদস্য ফয়েজুর রহমান বাদল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। পরে মন্ত্রী নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ফয়েজুর রহমান বাদল সভাপতিত্ব করেন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা এতে বক্তব্য রাখেন।

(ওএস/এএস/মে ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test