E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশে ফিরলেই প্রচলিত আইনে সালাহ উদ্দিনের বিচার হবে’

২০১৫ মে ৩০ ১৪:২৫:০২
‘দেশে ফিরলেই প্রচলিত আইনে সালাহ উদ্দিনের বিচার হবে’

মাদারীপুর প্রতিনিধি : নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেন, বাংলাদেশে বিএনপি নেতা সালাহ উদ্দিনের বিরুদ্ধে যে মামলা হয়েছে তা সে দেশে ফিলে আসলেই দেশের প্রচলিত আইনেই তার বিচার হবে। সালাহ উদ্দিনের মদদ পেয়েই সন্ত্রাসীরা বাসে পেট্টোল বোমা মেরেছে, মানুষ হত্যা করেছে, শিশু হত্যা করেছে। এই বিচার দেশের আইনেই হবে।

মাদারীপুর রাজৈর উপজেলার সানেরপাড়-আমগ্রাম সড়ক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে শনিবার সকালে সাংবাদিকদের সাথে এক প্রশ্ন-উত্তরে নৌমন্ত্রী এ কথা বলেন।


মন্ত্রী বলেন, মেঘালয়ের শিলং জেলা ম্যাজিস্ট্রেট আদালত বিএনপি নেতা সালাহ উদ্দিনের জামিন বাতিল করেছে। এনিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, পৌরসভার মেয়র শামীম নেওয়াজ মুন্সীসহ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।


পরে মন্ত্রী উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের খোজ খবর নেয় এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।


(এএ/পিবি/মে ৩০,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test