E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি গণতন্ত্রের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে’

২০১৫ জুন ২০ ১৫:৪১:৫১
‘বিএনপি গণতন্ত্রের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে’

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে শনিবার সদর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তুরের বৃত্তিপ্রাপ্ত ৩শ মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় আছমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।

‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ শীর্ষক স্লোগানে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সম্মাননা সনদ এবং পুরস্কার বিতরণ করেন নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ্, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শফিউর রহমান প্রমুখ।
নৌমন্ত্রী তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার বাংলাদেশকে একটি সুখি, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে শিক্ষাখাতে ব্যাপক উন্নতি করেছে। যা বিএনপি সরকার করতে পারিনি, বিএনপি ক্ষমতায় থাকতে সেশনজট সমস্যা সৃষ্টি করেছে, ফলে ছাত্র-ছাত্রীদের তাদের চাকরি জীবনে বিলম্বনার স্বীকার হতে হয়েছে। কিন্তু শেখ হাসিনা সরকার সেই সেশনজট সমস্যার সমাধান করেছে এবং প্রতি বছর পরীক্ষার অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান সরকার বছরের প্রথমদিন থেকেই প্রতিটি শিক্ষার্থীর হাতে বই পৌছে দিয়েছে। যা বিএনপি সরকার করতে ব্যর্থ হয়।
মন্ত্রী আরো বলেন, ২০ দলীয় জোট গণতন্ত্রের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। তারা নতুন নতুন রোল গাড়িতে আগুন, বাসে আগুন দিয়ে বাস শ্রমিক, রিক্সা শ্রমিক, গার্মেন্ট শ্রমিকসহ সাধারণ মানুষদের খুন করেছে।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট ৬০ হাজার গাছ ধ্বংস করা হয়েছে, ট্রেন লাইন উপরে ফেলা হয়েছে, শহীদ মিনার ভেঙ্গে, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভেঙ্গে দিয়েছে বলে নৌমন্ত্রী শাজাহান খান তার বক্তেব্যে বলেছেন।
(এএসএ/পিবি/জুন ২০,২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test