E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রশাসন বেআইনিভাবে সভা বন্ধ করে দিয়েছে: ফখরুল

২০১৪ মে ২২ ১৪:৩৫:৫৯
প্রশাসন বেআইনিভাবে সভা বন্ধ করে দিয়েছে: ফখরুল

স্টাফ রিপোর্টার : পূর্বনির্ধারিত ঢাকা মহানগরের নাগরিক সভা ক্ষমতাসীন দলের প্রশাসন বেআইনিভাবে বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পুলিশি শক্তি দিয়ে ক্ষমতায় টিকে আছে। দেশে আজ কোনো গণতন্ত্র নেই। ইনডোর রুমেও নাগরিক সমাবেশ করতে দেয় না।

মির্জা ফখরুল সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, আমরা এখনও আশা করছি আমাদের সমাবেশ করতে দেবেন। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মূলফটকের তালা খুলে দেবেন।

তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিকাল ৪ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসবে এবং আমরা আশা করছি প্রশাসন মিলনায়তনের তালা খুলে দেবেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সমাবেশের অনুমতির জন্য ডিএমপি কমিশনারের কার্যালয়ে গিয়েছেন। সমাবেশের অনুমতির আশায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে অবেক্ষাধীন রয়েছেন।

সেই সঙ্গে আরো উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, অ্যাড. আহমদ আযম খান, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, সেলিমা রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্র দলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমুখ।

(ওএস/এটিআর/ মে ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test