E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজনীতির ময়দানের খলানায়িকা খালেদা জিয়া : ইনু

২০১৫ অক্টোবর ১১ ২০:৪৬:৪১
রাজনীতির ময়দানের খলানায়িকা খালেদা জিয়া : ইনু

স্টাফ রিপোর্টার :তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খালেদা জিয়াকে রাজনীতির ময়দানের খলনায়িকা হিসেবে অভিহিত করেছেন ।

আজ সন্ধ্যায় বিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে 'ভোলা তো যায় না তারে' চলচ্চিত্রের প্রিমিয়ার শো-এর পূর্ব আলোচনায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, তার কিছুদিন আআগে আগুন সন্ত্রাসের জন্ম দিয়েছেন। এরাই ৭৫ এর পরে বাংলাদেশের সংস্কৃতিকে ধংস করে দেওয়ার চেষ্টা করেছে।

মন্ত্রী ইনু বলেন, আওয়ামী লীগ-জাসদ কখনো জঙ্গিবাদের রাজনীতি করে না। আওয়ামী লীগ-জাসদ সব সময় জঙ্গিবাদ এর বিরুদ্ধে সোচচার। যত কথাই বলুন না কেন জঙ্গিবাদের দায়িত্ব খালেদা জিয়াকেই নিতে হবে।

তথ্যমন্ত্রী বলেন, শুধু সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বললেই হবে না, কারা সাম্প্রদায়িকতার সাথে সংশ্লিষ্ট তাঁদের নাম উচ্চারণ করে কথা বলুন। যুদ্ধের ময়দানে মাঝামাঝি থাকলে চলবে না, যুদ্ধের ময়দানে হয় এপার, না হয় ওপাত।

তিনি বলেন, চলচ্চিত্র সবসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলে। চলচ্চিত্র সবসময় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অবস্থান করে।

এসময় উপস্থিত ছিলেন, চলচ্চিত্রের পরিচালক রফিক সিকদার, অভিনেতা নিরব, অভিনেত্রী তানহা তাসনিয়া, বিটি আরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া প্রমুখ।


(ওএস/এসসি/অক্টোবর১১,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test