E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজৈরে মহিলা আ’লীগ ও মহিলা যুবলীগের সংঘর্ষ : আহত অর্ধশত

২০১৫ অক্টোবর ১২ ১৭:৪৯:৪৬
রাজৈরে মহিলা আ’লীগ ও মহিলা যুবলীগের সংঘর্ষ : আহত অর্ধশত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলা খালিয়া ইউনিয়নের মহিলা আওয়ামীলীগ ও মহিলা যুবলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে ফের বৈলগ্রামে সোমবার দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে।

এই ঘটনায় উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়। এসময় পুলিশ পুরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্টগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।

পুলিশ, আহত, দলীয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজৈর উপজেলার খালিয়া ইউনিয়ন পরিষদ চত্তরে মাদারীপুরের সংরক্ষিত আসনের মহিলা এমপি রোকসানা ইয়াসমিন ছুটির উপস্থিতিতে মহিলা আওয়ামীলীগ ও মহিলা যুবলীগের কমিটি গঠন করার জন্য রবিবার সভা বসে।

এসময় ইউনিয়ন মহিলা লীগ সভাপতি নির্বাচন করাকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

এই ঘটনার জের ধরে ফের সোমবার দুপুরে খালিয়া ইউনিয়নের বৈলগ্রাম গ্রামে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহআলম মিয়া ও আওয়ামীলীগ সমর্থক রুহুল আমিন মাতুব্বরের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এখবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ৫০জন আহত হয়।

গুরুতর আহতরা হলেন হামেদ কাজী (৬০), শহিদ (৩৫), জামাল (৩৫), শহিদুল (২৫), সুমন (২০), আসাদ (১৮), রিপন (৩৫), মোকলেছ (৩৫), অহিদুল (৪০), মন্টু (৫৫), রানা (২২), রাজু (১৭), হেলাল (৩২), ওসমান (৩৫), সোহাগ (২৫), সুকুর আলী (৩০), সাইফুল (২২)সহ প্রায় ২০ জনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সর্টগানের গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ভূঞা জানান, রবিবারের ঘটনার জের ধরে সোমবার বৈলগাম গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩ রাউন্ড সর্টগানের গুলি ও ১২ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এলাকায় এখনও চাপা উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।

(এএসএ/এএস/অক্টোবর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test