E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আমার মনোনয়নপত্র বাতিলের জন্য হরতাল করতে হবে না’

২০১৫ অক্টোবর ১৩ ১৬:৫৮:৫০
‘আমার মনোনয়নপত্র বাতিলের জন্য হরতাল করতে হবে না’

টাঙ্গাইল প্রতিনিধি : কালিহাতী উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের মনোনয়নপত্র বাতিলের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু সড়কের কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেন স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নি সংযোগ করে। সড়ক অবরোধের ফলে তীব্র যানজটে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। পরে পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং সাধারণ পথচারীসহ ১৫জন লাঠিচার্জে আহত হন। শ্রমিক জনতা লীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা কাদের সিদ্দিকীকে ছাড়া কালিহাতী উপ-নির্বাচন ‘মানিনা-মানবোনা’ বলে স্লোগান দেন।

অবরোধ শেষে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এলেঙ্গা বাসস্ট্যান্ডে বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমার মনোনয়নপত্র বাতিলের জন্য সড়ক অবরোধ, হরতাল করতে হবে না। আমি খুশি হতাম যদি আপনারা কালিহাতীতে মা-ছেলেকে যৌন নির্যাতন এবং পুলিশের গুলিতে নিরপরাধ মানুষ হত্যার প্রতিবাদে হরতাল অবরোধ করতেন। এসময় কাদের সিদ্দিকীর সাথে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কালিহাতী উপজেলা শাখার সভাপতি হাসমত আলী, যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল, টাঙ্গাইল জেলা যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান সাদেক, টাঙ্গাইল জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সেফুলসহ কয়েকশতাধিক নেতাকর্মী।

অগ্রণী ব্যাংকে ১০ কোটি ৮৮ লক্ষ টাকা ঋণখেলাপীর দায়ে সোনারবাংলা কনস্ট্রাকশনের চেয়ারম্যান বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ও পরিচালক নাসরীন সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন কালিহাতী উপনির্বাচনের রিটার্নিং অফিসার আলিমুজ্জামান।

(এসজি/এএস/অক্টোবর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test