E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশে এখন সংকটকাল চলছে’

২০১৫ অক্টোবর ১৬ ১৭:৫২:৫৫
‘দেশে এখন সংকটকাল চলছে’

স্টাফ রিপোর্টার : এমাজউদ্দীন আহমদ বলেছেন, দেশে ‘ক্রান্তিকাল চলছে’ তা আর বলতে চাই না। কেননা, ক্রান্তিকাল চলছে বলতে বলতে ক্রান্তি আমাদের পেয়ে বসেছে।

শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত এক আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

‘মুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান’ শীর্ষক এ আলোচনাসভা আয়োজন করে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ, যার আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ।

তিনি বলেন, ক্রান্তিকাল চলছে বলতে বলতে ক্রান্তি আমাদের পেয়ে বসেছে। তাই ক্রান্তিকাল চলছে আর বলতে চাই না। দেশে এখন সংকটকাল চলছে। এই সংকট ইতিহাস বিকৃতির সংকট। তবে তরুণ প্রজন্মের কর্মকাণ্ড যদি দেশের প্রান্তিক পর‌্যায়ে ছড়িয়ে যায়, তবে সংকট কেটে যাবে।

তিনি বলেন, যেভাবে দেশের ইতিহাস বিকৃত হচ্ছে, তা রোধ না হলে আগামীকে শেখাবো কী? তাই প্রকৃত ইতিহাস তুলে আনতে হবে। এভাবে আমরা অগ্রসর হতে চাই।

এমাজউদ্দীন আহমদ বলেন, ইতিহাস সেকেন্ডারি সোর্স বা ওয়াল সোর্স থেকে লেখা হয়। তাই মুক্তিযুদ্ধের সময়কার যারা বেঁচে আছেন, তাদের সঙ্গে যোগযোগ রক্ষা করা দরকার। এজন্যই এমন এক সংগঠন করতে চাই যারা প্রকৃত তথ্য বের করে আনবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাবির সাবেক উপ-উপাচার‌্য অধ্যাপক ইউসুফ হায়দার, কবি আব্দুল হাই শিকদার, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু সাঈদ, আয়োজক সংগঠনের সদস্য সচিব অমর চন্দ্র মিস্ত্রী প্রমুখ।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test