E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি-জামায়াত জোট এখন একঘরে হয়ে পড়েছে’

২০১৫ অক্টোবর ২৯ ১৮:৪৮:০২
‘বিএনপি-জামায়াত জোট এখন একঘরে হয়ে পড়েছে’

কুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি হাসানুল হক ইনু ঐতিহাসিক জনসভায় বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়েছেন আর শেখ হাসিনা সামরিক শাসন ও সাম্প্রদায়িক জঙ্গীবাদ নির্মূলে নেতৃত্ব দিচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকারী উন্নয়ন ঘর ঘরে পৌছে দিতে সমাজতন্ত্রের বিকল্প নেই। দেশ আজ আর তলাবিহিন ঝুড়ি নয়, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ শাসনের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

আজ বৃহষ্পতিবার বিকেল ৫ ঘটিকায় কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে বিশাল জনসভায় তিনি একথা বলেন।

বিভিন্ন দল থেকে ২ হাজার নেতা কর্মী তথ্যমন্ত্রী, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি হাসানুল হক ইনু’র হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জাসদে যোগদান করেন।

জনসভায় ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক নাজমূল হক প্রধান এমপি, কেন্দ্রীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রিনা, কুষ্টিয়া জেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আলিম স্বপন, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আবদুল্লাহ, অধ্যক্ষ রেজাউল হক, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, জনসংযোগ বিষয়ক সম্পাদক নবীর উদ্দিন, কেন্দ্রীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জেলা ও উপজেলাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

অনুষ্ঠান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস এম আনছার আলী। হাসানুল হক ইনু এমপি আরো বলেন, জঙ্গি ও মৌলবাদের পৃষ্ঠপোষক খালেদা জিয়া পাকিস্তানের দোসর চিহ্নিত যুদ্ধাপরাধীদের রক্ষায় ব্যর্থ হয়ে এখন বিদেশে বাংলাদেশের প্রশংসনীয় অগ্রগতি ও উন্নয়নের ধারাকে নেতিবাচক ভাবে তুলে ধরতে নানা প্রকার ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সংসদ নির্বাচন বর্জনের মত আত্মঘাতি সিদ্ধান্ত নিয়ে বিএনপি-জামায়াত জোট এখন “একঘরে” হয়ে পড়েছে।

দেশের শান্তিও উন্নয়ন কামী মানুষের আস্থা হারিয়ে তারা আবারও বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে দিতে মরিয়া হয়ে উঠেছে। চালাচ্ছে নানা চক্রান্তও ষড়যন্ত্র। ৯৩ দিনের অবরোধ-হরতাল কর্মসূচিতে জনগণের সাড়া না পেয়ে তারা আজ বিদেশী নাগরিকদের নির্বিচারে হত্যা করছে।

জনগণের সামনে আজ তাদের কুৎসিত চেহারা ও উদ্দেশ্য উন্মোচিত হয়ে গেছে। দেশের মানুষ আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সকল বাঁধা উপেক্ষা করে দেশ সামনের দিকেই এগিয়ে যাবে।

(কেকে/এএস/অক্টোবর ২৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test