E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোয়ালন্দ উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

২০১৫ অক্টোবর ৩০ ১৫:১৮:৩৮
গোয়ালন্দ উপজেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের দীর্ঘ আট মাস পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।

শুক্রবার দুপুরে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মন্ডল লিখিত ভাবে ৬৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটি প্রকাশ করেন। এর আগে গত ১৭ অক্টোবর রাজবাড়ী জেলা আওয়ামী লীগ গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের নবগঠিত এ কমিটি অনুমোদন করেন।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মন্ডল। সহ-সভাপতি এবিএম নুরুল ইসলাম, শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, আবু বক্কার সিদ্দিক, মো. আব্দুল খালেক সরদার, আবুল হোসেন সরদার, আব্দুল জলিল শেখ। যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান সেন্টু, সোহরাব হোসেন গেদু, মোহাম্মদ আলী মোল্লা। সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন জাকির, হাবিব রেজা টুটুল, নাসির উদ্দিন রনি। আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, কৃষি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন শেখ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মৃধা, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল গনি মন্ডল, দপ্তর সম্পাদক শেখ নজরুল ইসলাম বাবু, সহ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মেহেদী হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, প্রচার সম্পাদক গোলাম মর্তুজা হেলাল, সহ-প্রচার সম্পাদক নূরে আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডাঃ আলাউদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. শহিদুল্লাহ মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক ফৌজিয়া সামস্ আলো, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রবিউল হক চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ লাল মিয়া, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ফজলুল হক, শিক্ষা বিষয়ক সম্পাদক নির্মল কুমার চক্রবর্তী, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ মো. মতিয়ার রহমান। কার্যকরি সদস্য হাসান ইমাম চৌধুরী, নাজিরুল ইসলাম দুলু, নেকবার আলী মোল্লা, শেখ মো. ছবেদ আলী, আব্দুস সামাদ মোল্লা, গোলাম মোস্তফা গিয়াস, মামুনুর রশিদ, সিরাজুল ইসলাম, আবুল কাশেম দেওয়ান, ফকীর আব্দুল কাদের, সোহরাব হোসেন, জীবন ঘোষ, আতর আলী সরদার, মো. আমজাদ হোসেন, গোলাম মর্তুজা চুন্নু, মো. জাহাঙ্গীর চৌধুরী, নিখিল চন্দ্র রায়, শহিদুজ্জামান মিয়া, শফিকুল ইসলাম সুজ্জল, আব্দুর রশিদ ফকির, সরোয়ার হোসেন মোল্লা, আব্দুস সাত্তার, পাথর আলী মোল্লা, গোলাম মাহবুবুর রাব্বানী, মো. আমজাদ হোসেন মন্ডল, মো. সামসুদ্দিন মন্ডল, মো. হাফিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, বিপ্লব ঘোষ, আব্দুল জব্বার মোল্লা, আবুল হোসেন ফকির, মো. খলিলুর রহমান ও মো. সিরাজুল ইসলাম।

উল্লেখ্য, প্রায় এক যুগ পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে ওই দিন দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফকীর আব্দুল জব্বার, কাজী ইরাদত আলী, সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল প্রমুখ।

শেষে ওই দিন সন্ধ্যায় গোয়ালন্দ পৌর মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশ অনুষ্ঠিত হয়। এতে দলের ১২০ জন কাউন্সিলর তারা গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে আলহাজ্ব নুরুজ্জামান মিয়াকে সভাপতি ও মো. নুরুল ইসলাম মন্ডলকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন।

(জিসিপি/এএস/অক্টোবর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test